Kasba Incident Accused Manojit Mishra: ছেলে নেতা সুলভ আচরণ করতে থাকলে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন বাবা রবীন মিশ্র। তবে ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো মনোজিৎ যে এই কান্ড ঘটাবার তা মানতে পারছেন না বাবা। বৃহস্পতিবার পুলিসের থেকে চিঠি পাওয়ার পরই বিষয়টি তিনি জানতে পারেন বলে জানিয়েছেন। অন্যদিকে, কসবা কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে মনোজিতের নাম উঠে আসার পরই তাঁকে চিনতে পর্যন্ত অস্বীকার করেন পাড়ার লোক।
রক্তিমা দাস: আরজিকরের পর এবার কসবায় কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য। সূত্রের খবর, অভিযুক্ত প্রাক্তন ছাত্র কলেজের ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত। মূল অভিযুক্তের নাম মনোজিত্ মিশ্র।
বাড়ির লোকের সঙ্গে থাকতেন না কসবায় দক্ষিণ কলকাতা আইন কান্ডে মূল অভিযুক্ত মনোজিত্ মিশ্র। আলিপুর আদালতে প্র্যাকটিস শুরুর থেকেই হাবভাব পাল্টাতে থাকে মনোজিতের।
ছেলে নেতা সুলভ আচরণ করতে থাকলে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন বাবা রবীন মিশ্র। তবে ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো মনোজিৎ যে এই কান্ড ঘটাবার তা মানতে পারছেন না বাবা।
মিত্র ইনস্টিটিউশন থেকে পড়াশোনা, তারপর সাউট ক্যালকাটা ল কলেজ ভর্তি হন মনোজিৎ। কলেজ পাশ করে গেলেও ইউনিয়নের সূত্রে কলেজের একাধিক অনুষ্ঠানে যেতেন বলে জানিয়েছেন তাঁর বাবা। এর আগেও তাঁকে ইউনিয়ন সম্পর্কিত একটি ঘটনায় মনোজিতের নাম উঠেছিল বলে জানান রবীন মিশ্র। তবে ছেলের সঙ্গে যোগাযোগ না থাকায় এই ঘটনার কিছুই তিনি জানতেন না।
গতকাল পুলিসের থেকে চিঠি পাওয়ার পরই বিষয়টি তিনি জানতে পারেন বলে জানিয়েছেন। অন্যদিকে, কসবা কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে মনোজিতের নাম উঠে আসার পরই তাঁকে চিনতে পর্যন্ত অস্বীকার করেন পাড়ার লোক।
কলেজের ভাইস প্রিন্সিপাল বলেন, 'উনি কলেজের অস্থায়ী স্টাফ। গভর্নিং বডির নির্দেশে উনি অস্থায়ী স্টাফ হিসেবে আছেন। মাস ৬-৭ ধরে। ৪৫ দিন করে করে রাখা হয়েছে। উনি এই কলেজের প্রাক্তন ছাত্র। ল'কলেজের ডিগ্রিও আছে। সেই মত অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল গভর্নিং বডি।'
আরও জানা গিয়েছে, মনোজিৎ আলিপুর আদালতেই প্র্যাকটিস করে। সোশ্যাল মিডিয়ায় মনোজিৎ দাবি করেছেন, তিনি তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ করতেন। তিনি ওই কলেজের ইউনিট প্রেসিডেন্ট ছিলেন বলেও দাবি করেছেন মনোজিৎ ।
তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শাসক দলের নানা কর্মসূচিতে তার ছবি রয়েছে। দক্ষিণ কলকাতার শাসক দলের নেতাদের সঙ্গেও তার ছবি রয়েছে।
২ দিন আগেও তিনি দক্ষিণ কলকাতার যুব তৃণমূলের সভাপতি পদে সার্থক বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হওয়ার পরে তাঁকে উত্তরীয় পরিয়ে আসে এই মনোজিৎ।