PHOTOS

WHO on HMPV: HMPV কি প্রাণঘাতী? অচিরেই বিশ্ব জুড়ে শুরু হবে মৃত্যুমিছিল? জেনে নিন, WHO কী বলল...

WHO on HMPV: কেরালায় এখনই শুরু হয়ে গিয়েছে এইচএমপিভি নিয়ে চিন্তাভাবনা। সেখানকার স্বাস্থ্যমন্ত্রী রাজ্যবাসীর জন্য বিশেষ সতর্কবার্তাও দিয়েছেন। আর বাকি ভারতে?

Advertisement
1/6
আতঙ্কের কিছু নেই!
আতঙ্কের কিছু নেই!

হিউম্যান মেটানিউমোভাইরাসের (HMPV) সংক্রমণ নিয়ে আতঙ্কের সৃষ্টি হলেও হু বলছে, এখনই আতঙ্কের কিছু নেই!

2/6
'আনইউজুয়াল আউটব্রেক'
'আনইউজুয়াল আউটব্রেক'

'হু' বলেছে, (WHO on Human Metapneumovirus) এখনই এইচএমপিভি-র 'আনইউজুয়াল আউটব্রেক' হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

3/6
আতঙ্ক নয়
আতঙ্ক নয়

'হু' বলেছে, চিনে এই ভাইরাসের সংক্রমণ (hmpv in China) ও তার ছড়িয়ে পড়াটা ঠিক কোন পর্যায়ে সেটাও তারা চিনের সঙ্গে যোগাযোগ করে জেনেছে। 

4/6
জরুরি অবস্থা নয়
জরুরি অবস্থা নয়

জানা গিয়েছে, সেটাও নিয়ন্ত্রণের বাইরে নয়। সেখানে এখনই জরুরি অবস্থা জারির (no emergency) মতো পরিস্থিতি হয়নি।

5/6
সংক্রমণ কম
সংক্রমণ কম

হু-র মুখপাত্র জানিয়েছেন, চিনে ফুসফুস সংক্রান্ত সংক্রমণ বাড়লেও তা এখনও পর্যন্ত স্বাভাবিক সীমার মধ্যেই। গত বছরের  তুলনায় এ বছর এই সংক্রমণে আক্রান্তের সংখ্যা কম।

6/6
তবে, সাবধানতা...
তবে, সাবধানতা...

তবে, একটু সাবধান হওয়া জরুরি। না হলে এই ভাইরাসও মারাত্মক আকার ধারণ করতে পারে। সংক্রমিত ব্যক্তি যদি শিশু বা প্রবীণ ব্যক্তি হন বা এমন কারও যাঁদের রোগপ্রতিরোধক্ষমতা কম, তাঁদের ক্ষেত্রে HMPV-র সংক্রমণ ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে এইচএমপিভিতে মৃত্যুর আশঙ্কা প্রায় নেই বললেই চলে।

(Disclaimer: প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও সুপারিশ করা হচ্ছে না।)





Read More