PHOTOS

Labubu Doll: লাবুবু নিয়ে এত মাতামাতি! ঠিক কেন এর খ্যাতি?

Labubu Doll: বিখ্যাত তারকাদের থেকে শুরু করে সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে Gen-Z পুতুল লাবুবু (Labubu)

Advertisement
1/6
কী এই লাবুবু(Labubu)
কী এই লাবুবু(Labubu)

লাবুবু (Labubu) হল একধরনের পুতুল বা ব্যাগ চার্ম। চিন,জাপান,কোরিয়া থেকে শুরু করে ভারতের অনেক অংশে খ্যাতি পেয়েছে এই পুতুল। এটি বানানো হয়েছে 'দ্য মনস্টার্স' নামক সিরিজ়ের একটি চরিত্রের ওপর ভিত্তি করে।

2/6
লাবুবু (Labubu) দেখতে কেমন
লাবুবু (Labubu) দেখতে কেমন

লাবুবুর (Labubu) গঠন অদ্ভুতদর্শনপূর্ণ। মুখজোড়া সূক্ষ্ম দাঁত বের করা হাসি, টানাটানা কান, গায়ের রং ফ্যাকাশে এবং কৌতূহলজনক চোখ। এটি তৈরি করেছে চিনা ব্র্যান্ড পপ মার্ট (Pop Mart) এবং শিল্পী, চিত্রকর কাসিং লুং (Kasing Lung)।  

3/6
উত্‍পত্তি
উত্‍পত্তি

শিল্পী কাসিং লুং 'নর্ডিক' পুরাণ দ্বারা অনুপ্রাণিত হয়ে 'দ্য মনস্টার্স' নামক সিরিজ় শুরু করে। এই মনস্টার্স উপজাতির মধ্যে আছে জ়িমোমো, টাইকোকো, স্পুকি, পাতো এবং লাবুবু। যার মধ্যে লাবুবু (Labubu) কামিয়েছে সব থেকে বেশি জনপ্রিয়তা। 

4/6
লাবুবুর (Labubu) অন্যান্য রূপ
লাবুবুর (Labubu) অন্যান্য রূপ

সিসি (SiSi) হলুদ রঙের, হেহে (HeHe) ছাই রঙের, বাবা (BaBa) খয়েরি রঙের, জ়িজ়ি (ZiZi) বেগুনি রঙের, কুকু (QuQu) সবুজ রঙের, দাদা (DaDa) গোলাপি রঙের এবং ডুওডুও (DuoDuo) খয়েরি রঙের, লাল নাক এবং চোখে এক অদ্ভুত ঝলক। 

5/6
জনপ্রিয়তার কারণ
জনপ্রিয়তার কারণ

এর ভয়ংকর অথচ মিষ্টি রুপটি করেছে অনেককে আকর্ষিত। তাছাড়াও পপ মার্টের 'ব্লাইন্ড বক্স সেলস' মার্কেটিং স্ট্রাটিজি করে তুলেছে মানুষদের কৌতূহলি। লাবুবুর (Labubu) নানা রুপ সংগ্রহ করার মজা বাড়িয়েছে জনপ্রিয়তার সাথে বিক্রয়ও।   

6/6
কীভাবে হল বিখ্যাত
কীভাবে হল বিখ্যাত

যদিও ২০১৫-তে লাবুবুকে (Labubu) প্রথম উপস্থাপন করা হয় সংগ্রাহকদের কাছে। কিন্তু এর খ্যাতি বাড়ে যখন K-pop সুপারস্টার Lisa ( Blackpink) লাবুবুর প্রতি তার ভালোবাসা সর্বসমক্ষে প্রকাশ করে। এরপরেই দেখা যায় হলিউডের কিম কারডাশিয়ান, রিহানা ও দুয়া লিপা থেকে শুরু করে বলিউডের অনন্য়া পান্ডে, সারবরী, ও টুইঙ্কেল খান্নার কাছে এই অদ্ভুত পুতুল।  





Read More