Full Moon Tonight: 'চাঁদের হাসি বাঁধ ভেঙেছে' বা 'জোছনা করেছে আলো'... পূর্ণিমার চাঁদ! তারও আবার হরেক কিসিমের নাম। মহাবিশ্বে ছড়িয়ে বহু বিস্ময়...! আবার এটাও সত্যি যে, 'ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।'
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ পূর্ণিমা। ফেব্রুয়ারি মাসের আজকের এই পূর্ণিমার চাঁদকে বলা হচ্ছে 'স্নো মুন' বা 'হাংগার মুন'।
এখন প্রশ্ন হচ্ছে কেন আজকের রাতের পূর্ণিমার চাঁদকে 'স্নো মুন' বা 'হাংগার মুন' বলা হয়?
আসলে ফেব্রুয়ারি মাসে ব্যাপক তুষারপাত হয়ে থাকে। তাই ওল্ড ফারমার্স অ্যালম্যানাক অনুযায়ী একে 'স্নো মুন' বলা হয়ে থাকে।
আবার মার্কিন মুলুকে ফেব্রুয়ারি হচ্ছে সবচেয়ে বেশি তুষারে ঢাকা মাস। প্রতিকূল আবহাওয়ার জন্য এই সময় শিকারে অনেক বাধার মুখে পড়তে হয়।
তাই কিছু কিছু মার্কিন আদিবাসী সম্প্রদায় ফেব্রুয়ারি মাসের পূর্ণিমার চাঁদকে 'হাংগার মুন'ও বলে থাকে।