PHOTOS

Asteroid 2024 YR4: আতঙ্ক-জাগানো 2024 YR4 অ্যাস্টেরয়েড আছড়ে পড়তে চলেছে কল্লোলিনী তিলোত্তমার বুকেই? বিজ্ঞানীরা জানিয়ে দিলেন তারিখ...

Asteroid 2024 YR4 on kolkata: '২০২৪ ওয়াইআর৪' নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছে। পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়ংকর এই বিপদ। কোন কোন দেশের মাথায় নাচছে বিপদ, তা নিয়েও আলোচনা চলছে। উঠে আসছে ভারত-বাংলাদেশ-পাকিস্তানের নামও! কেন?

Advertisement
1/6
৩.১ শতাংশ
৩.১ শতাংশ

বিজ্ঞানীরা আগে বলেছিলেন, এই ২০২৪ওয়াইআর৪-এর পৃথিবীতে ধাক্কা মারার চান্স মাত্র ১ শতাংশ। পরে সেটা বেড়ে হয়েছিল ২.৩ শতাংশ। এখন সেটা ৩.১ শতাংশে এসে দাঁড়িয়েছে। 

2/6
৭ কোটি বছর
৭ কোটি বছর

প্রায় ৭ কোটি বছর আগে পৃথিবীতে একটি গ্রহাণু এসে আছড়ে পড়ায় ধ্বংস হয়ে গিয়েছিল গোটা ডাইনোসর-সমাজ। সেটি ছিল ভয়ংকর শক্তিশালী।

3/6
সিটি কিলার
সিটি কিলার

এবারও এমন এক গ্রহাণু ছুটে আসছে যা নিয়ে বিজ্ঞানীরা রীতিমতো শঙ্কিত। এর শক্তি পরমাণুবোমার ৫০০ গুণ। এতে মুছে যেতে পারে একটি গোটা শহর। তাই এর নাম হয়েছে সিটি-কিলার। 

4/6
কলকাতা-মুম্বই-ঢাকা
কলকাতা-মুম্বই-ঢাকা

এটি এসে আছড়ে পড়তে পারে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়োলা, কলম্বিয়া, ইকুয়েডরের মতো দেশের মাটিতে! আর এর ফলে ধ্বংস নাচছে কলকাতা মুম্বই ঢাকার মতো শহরের কপালে। নাসা-র ক্যাটালিনা স্কাই সার্ভে প্রজেক্টের প্রযুক্তিবিদ ডেভিড রনকিন ভয় আরও বহুগুণ বাড়িয়ে আগেই বলেছেন, অ্যাস্টেরয়েডটি যদি একান্ত এসেই পড়ে, তবে তা এসে আছড়ে পড়তে পারে এই জায়গাগুলিতেই!

5/6
৩০০ ফুট চওড়া
৩০০ ফুট চওড়া

নাসা জানিয়েছে ১৩০ ফুট থেকে ৩০০ ফুট চওড়া এই গ্রহাণুর গতিপথ বিস্তীর্ণ। পূর্ব প্রশান্তমহাসাগরীয় এলাকা, দক্ষিণ আমেরিকার উত্তর অংশ, আটলান্টিক মহাসাগর, আফ্রিকা, আরব সাগর, দক্ষিণ এশিয়া।

6/6
ক্রিসমাসের আগেই
ক্রিসমাসের আগেই

কবে নাগাদ এটি আঘাত করতে পারে? জানা গিয়েছে তা-ও। বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছেন, ২০৩২ সালের ২২ ডিসেম্বর। 





Read More