PHOTOS

Digha Jagannath Temple: দীঘার জগন্নাথমন্দিরে কারা প্রবেশ করতে পারবেন, কারা পারবেন না? জেনে নিন যুগান্তকারী সিদ্ধান্ত...

Digha Jagannath Temple Features: ওড়িশার পুরীর খাজার বদলে দীঘায় থাকবে প্যাঁড়া আর গজার আয়োজন। যা মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন। এটা জানাই ছিল। তবে এবার যা জানা গেল, তা হিন্দুমন্দিরের নিয়মের ক্ষেত্রে প্রায় যুগান্তকারী। কী সেটা?

Advertisement
1/7
শুধু পেঁয়াজ-রসুনে না
শুধু পেঁয়াজ-রসুনে না

পুরীর মন্দিরে জগন্নাথ দেবের যে ভোগ রান্না করা হয় সেখানে কোন বিদেশি সবজি ব্যবহার করা হয় না। যেমন আলু। কিন্তু দীঘার মন্দিরে সেরকম কোনও নিয়ম থাকছে না। মন্দির পরিচালনার মূল দায়িত্ব ইসকনের। ইসকন মনে করে, গোটা বিশ্বই অখণ্ড ভারতবর্ষ। আর তাই সেই ভারতবর্ষে দেশ বা বিদেশ বলে কোন তফাত নেই। সেজন্য এই মন্দিরে যে ভোগ রান্না হবে জগন্নাথদেবের জন্য, তা হবে শুদ্ধ শাকাহারী। অর্থাৎ, রসুন-পেঁয়াজ বাদ দিয়ে। কিন্তু সেখানে সবজির ব্যবহারের মধ্যে কোনও পার্থক্য করা হবে না।

2/7
মন্দির
মন্দির

জগন্নাথধামের প্রবেশদ্বার চারটি। সিংহদ্বারে কালো রঙের ৩৪ ফুট লম্বা ১৮ মুখী অরুণ স্তম্ভ। উত্তরে হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার। সিংহদ্বার দিয়ে ঢুকলে দেখা যাবে জগন্নাথের বিগ্রহ। মন্দিরে তিনটি দীপ স্তম্ভ। ভোগমণ্ডপের চারটি দরজা। ১৬টি স্তম্ভের উপর তৈরি নাটমন্দির। নাটমন্দিরের চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে জগমোহন। জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দিরের সিংহাসনে নিমকাঠের তৈরি জগন্নাথদেব, বলভদ্রদেব ও সুভদ্রা দেবী। ভোগমণ্ডপ ও নাটমন্দিরের মাঝে গরুড় স্তম্ভ। নাটমন্দিরের দেওয়ালে কালো পাথরের তৈরি দশাবতার। জগন্নাথের ভোগরান্নার জন্য থাকছে আলাদা ভোগশালা। জগন্নাথদেবের সেবায় থাকবে ৫৬ ভোগের আয়োজন। সুক্কা ও পাক্কা-- দুই ধরনের ভোগ অর্পণ করা হবে। আর পুরীর খাজার বদলে এখানে থাকবে প্যাঁড়া আর গজার আয়োজন। যা মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন। এগুলি তো জানাই ছিল। তবে এবার যা জানা গেল, তা প্রায় যুগান্তকারী। কী সেটা?

3/7
বাছবিচার নেই
বাছবিচার নেই

দীঘাতে জগন্নাথ মন্দিরে ঢোকার ক্ষেত্রে কোন বাছবিচার রাখা হচ্ছে না।

4/7
মুসলিমরাও
মুসলিমরাও

অর্থাৎ, যে কোনও মানুষ মন্দিরে প্রবেশ করতে পারবেন। পুরীর জগন্নাথমন্দিরে অ-হিন্দুরা প্রবেশ করতে পারেন না। দিঘায় এই বাধানিষেধ রইল না। এর অর্থ, মুসলিম ধর্মবিশ্বাসীরাও এই মন্দিরে প্রবেশ করতে পারবেন। 

5/7
ইসকনের হাতে
ইসকনের হাতে

কেন দীঘায় এই উদারতা? মন্দির পরিচালনার দায়িত্ব ইসকনের হাতে। ইসকন চলে গৌড়ীয় বৈষ্ণব মতে।

6/7
জাতপাতের ঊর্ধ্বে উঠে
জাতপাতের ঊর্ধ্বে উঠে

যে মত জাতপাতের ভেদাভেদের ঊর্ধ্বে উঠে ঈশ্বরসাধনার কথা বলে। 

7/7
প্রবেশ অবাধ
প্রবেশ অবাধ

আর তাই দীঘায় জগন্নাথদেবের যে মন্দির তৈরি হয়েছে, সেই মন্দিরে যে কেউ প্রবেশ করতে পারবেন। শুধু দরকার মনের ভক্তি।





Read More