Tahsan-Mithila Divorce: তাহসানের বিয়ের খবর পেতেই প্রাক্তন স্ত্রী মিথিলাকে নিয়েও সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা। তবে এ বিষয়ে প্রথমে চুপ করে থাকলেও এবার মুখ খুললেন অভিনেত্রী মিথিলা। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবন শেষ হয় ২০১৭ সালে।
এরপর ২০১৯ সালের ডিসেম্বরে মিথিলা বিয়ে করেন ওপার বাংলার খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জিকে। তবে এতদিন একাই ছিলেন তাহসান। চলতি বছরের শুরুতে মেকওভার শিল্পী রোজা আহমেদকে বিয়ে করেন তিনি।
তাহসানের বিয়ের খবর নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়। এ নিয়ে প্রাক্তন স্ত্রী মিথিলাকে নিয়েও নানা মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। তবে এতদিন এই বিষয়ে কোনো মন্তব্য করেননি মিথিলা। এবার তিনি মুখ খুললেন।
মিথিলা স্পষ্ট জানিয়ে দিলেন, 'বিয়ে নিয়ে আমার কিছু বলার নেই, আর আমি এ নিয়ে কথা বলতেও চাই না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার জীবনের কোনও বিষয়ও নয় যে, আমি এ নিয়ে কিছু বলব। যার জীবনে যা ঘটেছে, সেটা তার ব্যক্তিগত বিষয়, এখানে আমার কিছু বলার নেই।'
এর আগে এক সাক্ষাৎকারে মিথিলা বলেছিলেন, 'বিচ্ছেদের পরেও তাহসানের সঙ্গে আমার বন্ধুত্ব অটুট আছে। কারণ, যখন সন্তান থাকে, তখন তার স্বার্থটাই সবার আগে দেখতে হয়। সন্তানের মানসিক সুস্থতাই সবচেয়ে জরুরি।'
বাবা-মায়ের দ্বন্দ্ব যেন সন্তানের ওপর নেতিবাচক প্রভাব না ফেলে, সে বিষয়ে সচেতন মিথিলা। তিনি বলেন, 'আমি যদি আমার মেয়েকে দেখতে না পাই, তাহসানের সঙ্গে যদি অহেতুক লড়াই করি, তাহলে তো আমাদের সন্তানেরই ক্ষতি হবে। তাই আমাদের বন্ধুত্ব এখনও আছে। আমরা প্রায়ই মেয়েকে নিয়ে কথা বলি।'