PHOTOS

Woman Arrested for Multiple Marriage: 'মোহিনী' ঠগিনি! গয়না হাতানোর লোভে ৭ মাসে ২৫ বিয়ে...

Bhopal Woman Arrest: পুলিস ওই মহিলাকে ধরার জন্য  ভুয়ো পাত্র সেজে জাল বিছিয়েছিল। তার পরেই জালে পড়ে অনুরাধা

Advertisement
1/7
লুঠেরা কনে
লুঠেরা কনে

ভোপাল থেকে গ্রেফতার লুঠেরা কনে। মোট ৭ মাসে একাধিক রাজ্যে ওই মহিলা বিয়ে করেছিল মোট ২৫ পুরুষকে। -তথ্য-প্রমোদ শর্মা

2/7
বিয়ের পরই হাওয়া
বিয়ের পরই হাওয়া

বিয়ের পরই ওই মহিলা বরের বাড়ি থেকে ক্যাশ টাকা ও গহন নিয়ে উধাও হয়ে যেত। -তথ্য-প্রমোদ শর্মা

3/7
অনুরাধা পাসোয়ান
অনুরাধা পাসোয়ান

ভোপাল থেকে অনুরাধা পাসোয়ান নামে ওই মহিলাকে গ্রেফতার করে রাজস্থানের সোয়াই মাধোপুরের পুলিস। -তথ্য-প্রমোদ শর্মা

4/7
উত্তরপ্রদেশের বাসিন্দা
উত্তরপ্রদেশের বাসিন্দা

অনুরাধা আদতে উত্তর প্রদেশের হারাজগঞ্জের বাসিন্দা। সে একটি গ্যাংয়ের সদস্য। তারা টার্গেট করত ধনী পাত্রদের। -তথ্য-প্রমোদ শর্মা

5/7
ভুয়ো এজেন্ট
ভুয়ো এজেন্ট

ওই মহিলার সঙ্গে ছিল ভুয়ো এজেন্টরা। তারা ২-৫ লাখ টাকা নিয়ে ওই ভুয়ো বিয়ে করাত। -তথ্য-প্রমোদ শর্মা

6/7
ভোপাল
ভোপাল

খুব সম্প্রতি ভোপালে গব্বর নামে এক যুবকের কাছ থেকে ২ লাখ টাকা নিয়ে বিয়ে করেছিল অনুরাধা। অনুরাধার বিরুদ্ধে প্রথম অভিযোগটি করেন সাওয়াই মাধোপুরের বাসিন্দা বিষ্ণু শর্মা। চলতি মাসের ৩ মে পুলিশের কাছে তিনি অভিযোগ করেন যে, তিনি সুনিতা ও পাপ্পু মীনা নামের দুই এজেন্টকে ২ লাখ টাকা দিয়েছিলেন বিয়ের ব্যবস্থা করতে। গত ২০ এপ্রিল কোর্ট ম্যারেজের পর অনুরাধা চলতি মাসের ২ মে বিষ্ণুর দেয়া গহনা ও জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। -তথ্য-প্রমোদ শর্মা

7/7
পুলিসের জালে
পুলিসের জালে

পুলিস ওই মহিলাকে ধরার জন্য  ভুয়ো পাত্র সেজে জাল বিছিয়েছিল। তার পরেই জালে পড়ে অনুরাধা। তদন্তে উঠে এসেছে অনুরাধা এক ঠগি গ্যাংয়ের সদস্য। অনুরাধাকে জেরা করে ওই গ্যাংয়ে আর কারা রয়েছে তা জানার চেষ্টা করছে।-তথ্য-প্রমোদ শর্মা





Read More