Panagarh: রবিবার গভীর রাতে একটি চার চাকা গাড়িতে করে চালক সহ ৫জন চন্দন নগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রাস্তাতেই কয়েকজন মদ্যপ যুবক যুবতীকে কটূক্তি করতে থাকে। এবং ধাওয়া করে। তাদের থেকে বাঁচতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল যুবতীর।
চিত্তরঞ্জন দাস: চার চাকার মধ্যে থাকা মহিলাকে কটূক্তি। অভব্য আচরণের অভিযোগ ওঠে পানাগড়ের কয়েকজন মদ্যপ যুবকের বিরুদ্ধে। তাদের হাত থেকে বাঁচতে ভুল পথে গাড়ি নিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল যুবতীর। মৃতার নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায়। বাড়ি হুগলির চন্দন নগরে। দুষ্কৃতিদের গাড়ি আটক, তবে পলাতক তারা।
জানা গিয়েছে, রবিবার গভীর রাতে একটি চার চাকা গাড়িতে করে চালক সহ ৫জন চন্দন নগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গাড়ির মধ্যে এক যুবতী সহ চার আরোহী ছিলেন।
আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের বুদবুদ থানা এলাকার একটি পেট্রোল পাম্পে তেল ভরানোর পর থেকে পানাগড়ের কয়েকজন যুবক একটি চার চাকা গাড়িতে করে তাদের কটূক্তি করতে করতে পানাগড় পর্যন্ত ধাওয়া করে।
পানাগড় বাজারের রাইসমিল রোডের মুখে তাদের গাড়ি আটকাতে গেলে ভয়ে যুবতীর গাড়িটি রাইস মিল রোডে দ্রুত গতিতে ঢুকিয়ে দেয়। দুষ্কৃতিদের গাড়ি তাদের গাড়িতে ধাক্কা মারলে গাড়িটি প্রথমে একটি দোকানে ধাক্কা মারে। তারপরে রাস্তার ধারে বাথরুমে ধাক্কা মেরে রাস্তার ধারে পড়ে থাকা লোহার যন্ত্রাংশে ধাক্কা মেরে উল্টে যায়।
গাড়িতে থাকা যুবতীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। বাকি ৪জন অল্প বিস্তর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিস।
পুলিস দুটি গাড়িকে আটক করার পাশাপশি দেহ উদ্ধার করে সোমবার মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে দুষ্কৃতিদের গাড়ি ধরা পড়লেও তারা পালিয়ে যায়।