PHOTOS

Calcutta High Court: তুলকালাম কাণ্ড! কলকাতা হাইকোর্টের গেটের সামনে গায়ে কেরোসিন ঢেলে...

Calcutta High Court: ওই দুই মহিলাকে আটক করে প্রথমে এসএসকেএম হাপাতাল ও পরে হেয়ারস্ট্রিট থানায় নিয়ে যায় পুলিস

Advertisement
1/6
আত্মহত্যার চেষ্টা
আত্মহত্যার চেষ্টা

সাত সকালে কলকাতা হাইকোর্টের ই গেটের সামনে প্রবল হইচই। আত্মহত্যার চেষ্টা করলেন কয়েকজন মহিলা। ছুটে এলে পুলিস।-তথ্য-অর্নবাংশু নিয়োগী

 

2/6
গায়ে কেরোসিন
গায়ে কেরোসিন

এদিন সকালে কলকাতা হাইকোর্টের ই গেটের সমানে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন ২ মহিলা। পুলিস এসে কোনওক্রমে তাদের রক্ষা করেন। -তথ্য-অর্নবাংশু নিয়োগী

 

3/6
এসএসকেএম হাসপাতালে
এসএসকেএম হাসপাতালে

ওই দুই মহিলাকে আটক করে প্রথমে এসএসকেএম হাপাতাল ও পরে হেয়ারস্ট্রিট থানায় নিয়ে যায় পুলিস। -তথ্য-অর্নবাংশু নিয়োগী

4/6
সমবায় সংক্রান্ত মামলা
সমবায় সংক্রান্ত মামলা

কেন এমন কাণ্ড? জানা যাচ্ছে ওই দুই মহিলা কোঅপারেটিভ সংক্রান্ত একটি মামলায় বিচার চাইতে এসেছিলেন। কী সেই মামলা? দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়া সৃষ্টিসংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের জন্ম ২০১৭ সালে। -তথ্য-অর্নবাংশু নিয়োগী

5/6
হাইকোর্টের নির্দেশ অমান্য
হাইকোর্টের নির্দেশ অমান্য

২০২৫ সালে নির্বাচন হয় এই কো অপারেটিভে। সেখানে নাম বাদ যায় কিছু সদস্যের। যারা আত্মহত্যার চেষ্টা করেন তারা রয়েছেন সেই তালিকায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুনরায় ভোটার তালিকা প্রকাশ এর নির্দেশ দিলেও কো অপারেটিভ সেটা করেনি । -তথ্য-অর্নবাংশু নিয়োগী

6/6
টাকা তুলছে সমবায়
টাকা তুলছে সমবায়

এছাড়াও অভিযোগ, ওই কো-অপারেটিভ দীর্ঘদিন ধরে মোটা সুদের আশ্বাস দিয়ে টাকা তুলছে। কিন্তু সেই টাকা ফেরত দিচ্ছে না। তাই আত্মহত্যার পথ বেঁছে নিয়েছেন ওই দুই সদস্য। এমনটাই জানিয়েছেন ওই ২ মহিলা। -তথ্য-অর্নবাংশু নিয়োগী

 





Read More