PHOTOS

Russia Ukraine War: রক্তক্ষয়ী 'তৃতীয় বিশ্বযুদ্ধ'! ড্রোন হামলার পরই ইউক্রেন 'ধ্বংস' করতে পরমাণু অস্ত্র ছুড়ছেন পুতিন?

Russia Ukraine War: অপারেশনের কোড নেম দেওয়া হয়েছিল, 'পাভুত্যনা' বা 'স্পাইডার ওয়েব'।

Advertisement
1/8
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ!
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রুশ বিমান ও বায়ুসেনা ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা। আর তারপরই উঠছে প্রশ্ন, ভ্লাদিমির জেলেনস্কির ইউক্রেনের বিরুদ্ধে এবার পারমাণবিক হামলার নির্দেশ দিতে চলেছেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন?    
2/8
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ!
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ!

এক রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। ইউক্রেন দাবি করেছে যে তারা প্রায় ৪০টি রুশ যুদ্ধবিমান ধ্বংস করেছে। যার মধ্যে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম TU-95 এবং Tu-22-এর মতো বোমারু বিমানও ছিল। 

 

3/8
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ!
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ!

জানা গিয়েছে, গত ১৮ মাস ধরে ইউক্রেন এই হামলার পরিকল্পনা করছিল। অপারেশনের কোড নেম দেওয়া হয়েছিল, 'পাভুত্যনা' বা 'স্পাইডার ওয়েব'। জানা গিয়েছে, ড্রোনগুলি আগেই রাশিয়ায় পাচার করা হয়। 

 

4/8
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ!
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ!

পাচার করা ড্রোনগুলিকে লুকিয়ে রাখা হয় কাঠের বাক্সে। সেই ড্রোন সমতে কাঠের বাক্স রাখা হয় ট্রাকের উপর। তারপর নির্দিষ্ট সময়ে ড্রোনগুলি উড়ে গিয়ে রুশ বিমানকে ধ্বংস করে। সেইভাবেই ড্রোনগুলিকে প্রোগ্রামিং করা ছিল।

 

5/8
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ!
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ!

রবিবার ইউক্রেন রাশিয়ায় ব্যাপক আকারে ড্রোন হামলা চালায়। রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংস করে। পাশাপাশি ৫টি বায়ুসেনা ঘাঁটিতেও হামলা চালায় ইউক্রেনীয় ড্রোন।

 

6/8
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ!
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ!

আর এই হামলার পরিপ্রেক্ষিতেই বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, রাষ্ট্রপতি পুতিন কি এবার পারমাণবিক অস্ত্রের আশ্রয় নেবেন? ইউক্রেনে পরমাণু হামলা করবেন?

 

7/8
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ!
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ!

উল্লেখ্য, গত ৪ মে পুতিন বলেছিলেন, "ওই অস্ত্র ব্যবহারের কোনও প্রয়োজন এখনও হয়নি এবং আমি আশা করি এগুলোর প্রয়োজন হবে না।" কিন্তু এবার কী হবে...

 

8/8
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ!
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ!

উত্তর অজানা। এদিকে আজ থেকেই ইস্তানবুলে শুরু হতে চলেছে শান্তি আলোচনা প্রক্রিয়া। ঠিক তার আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তীব্রতর হয়েছে। অনেকে বলছেন, মস্কোর উপর চাপ বাড়াতেই এটা জেলেনস্কির কৌশল। 





Read More