PHOTOS

World's Most Expensive Dog: বাপরে! একটা কুকুরের দাম ৫০ কোটি! ব্রিডটাই-বা কী? দেশের সবচেয়ে দামি এ পোষ্য কার?

World's Most Expensive Dog: ৫৫ কেজি সোনার দামের সমান মূল্য। একটি কুকুরের দাম ৫.৭ মিলিয়ন মার্কিন ডলার।

Advertisement
1/6
নেকড়ে ও ককেসিয়ান শেফার্ড
নেকড়ে ও ককেসিয়ান শেফার্ড

একটি নেকড়ে ও একটি ককেসিয়ান শেফার্ডের মধ্যে ব্রিড করে এই কুকুরের জন্ম। বলা হচ্ছে 'কাডাবম্ব ওকামি' এই পরীক্ষার প্রথম জাতক।

2/6
১৫০টি কুকুরের মালিক
১৫০টি কুকুরের মালিক

ব্রিডটি ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেনসিভ ডগসের তকমা প্রাপ্ত। বেঙ্গালুরুর এস সতীশ, যাঁর অন্তত ভিন্ন ব্রিডের ১৫০টি কুকুর আছে, তিনি এই বিখ্যাত ও দামি কুকুরের বর্তমান মালিক। 

3/6
সতীশের স্বপ্ন
সতীশের স্বপ্ন

কেন সতীশ এত খরচ করলেন? তিনি জানিয়েছেন, প্রথমত, তিনি কুকুর ভালোবাসেন। এবং তাঁর লক্ষ্য, বিশ্বের দামি দামি সব ব্রিডের কুকুর কেনা এবং ভারতে তা ইন্ট্রোডিউস করা।

4/6
বয়স মাত্র ৮ মাস
বয়স মাত্র ৮ মাস

মার্কিন মুলুকে জন্ম এই 'কাডাবম্ব ওকামি'র। তার বয়স এখন মাত্র ৮ মাস। ওজন ৫ কেজির বেশি।

5/6
প্রতিদিন ৩ কেজি
প্রতিদিন ৩ কেজি

এটি প্রতিদিন ৩ কেজি মাংস খায়। এদের দারুণ বুদ্ধি। এদের প্রোটেকটিভ ইন্সটিংক্টও মারাত্মক।

6/6
সাত একরের ফার্মে
সাত একরের ফার্মে

সাত একরের এক ফার্মে সতীশের কুকুরগুলি থাকে। প্রত্যেকের জন্য আছে ২০ ফুট বাই ২০ ফুট এক-একটি ঘর। এদের দেখভালের জন্য আছেন ৬ জন পরিচারক। 





Read More