20th Anniversary of World’s Worst Tsunami: আজও সেটা স্মরণ করে মানুষ ভিতরে-ভিতরে কেঁপে ওঠেন! কেননা, এর ক্ষয়ক্ষতি, মৃত্যুর পরিমাণে শিরদাঁড়া দিয়ে বয়ে যায় ঠান্ডা স্রোত।
আজও সেটা স্মরণ করে মানুষ ভিতরে-ভিতরে কেঁপে ওঠেন! কেননা, এর ক্ষয়ক্ষতি, মৃত্যুর পরিমাণে শিরদাঁড়া দিয়ে বয়ে যায় ঠান্ডা স্রোত।
কত মৃত্যু হয়েছিল সেই প্রাকৃতিক বিপর্যয়ে? প্রায় আড়াই লাখ মানুষ মারা গিয়েছিলেন।
আরও ১৭ লাখ মানুষ এর জন্যে ভুগেছেন। কোনও না কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
যাঁরা কোনও ভাবে বেঁচে গিয়েছিলেন, তাঁরা সারাজীবন এই ভয়ংকর কাণ্ডের দুঃসহ স্মৃতি বহন করে চলেছেন।
২০০৪ সালের সেই দিনটি ছিল বড়দিনের পরের দিন, ২৬ ডিসেম্বর। একটি ৯.৩ মাত্রার ভয়ংকরতম ভূকম্প অনুভূত হয়েছিল ভারত মহাসাগরের নীচে। সেই ভূকম্প থেকে তৈরি হওয়া ঢেউই ভয়াবহতম সুনামি হয়ে আছড়ে পড়ে বিস্তীর্ণ উপকূলে।
ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইত্যাদি ১৪টি দেশ মিলিয়ে প্রায় আড়াই লাখ মানুষ মারা গিয়েছিলেন-- সরকারি ভাবে ঘোষিত সংখ্যাটা ছিল-- দু লাখ ২৭ লক্ষ ৮৯৮ জন!