PHOTOS

শহরে অনিরুদ্ধর ছবির শুটিংয়ে Yami Gautam, দেখুন সব ছবি

Advertisement
1/6
Yami Gautam: শহরে ইয়ামি
Yami Gautam: শহরে ইয়ামি

নিজস্ব প্রতিবেদন: রবিবারই কলকাতায় শুরু হল পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর (Aniruddha Roy Choudhury) নতুন ছবি ‘লস্ট’ র (Lost) শুটিং। শহরে বুকে শুটিং করলেন ইয়ামি গৌতম(Yami Gautam)।

2/6
Yami Gautam: রাসবিহারীতে শুটিং
Yami Gautam: রাসবিহারীতে শুটিং

কলকাতায় অভিনেত্রীকে দেখা গেল রাসবিহারী মোড়ে। সেখানেই ক্লাপস্টিক হাতে ছবি তুলে তা পোস্ট করলেন ইনস্টাগ্রামে। 

3/6
Yami Gautam: ক্ল্যাপস্টিক হাতে
Yami Gautam: ক্ল্যাপস্টিক হাতে

মুক্তাঙ্গনের ভিতরে দর্শক আসনে বসলেন ইয়ামি। সেই ছবিও ভেসে উঠল বলিউড অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায়। বৃষ্টিভেজা সকালে শহর দেখলেন নায়িকা।

4/6
Yami Gautam: মাস্ক পরার বার্তা
Yami Gautam: মাস্ক পরার বার্তা

অনুরাগীদের দেখে ইয়ামির (Yami Gautam) মন ভরে ওঠে। তাঁর পরনে ছিল হালকা গোলাপি প্রিন্টেড কুর্তি। করোনা আবহ তাই মাস্ক দিয়ে মুখ ঢেকে রাখলেন অভিনেতা।

5/6
Yami Gautam: ভক্তদের সঙ্গে কথা
Yami Gautam: ভক্তদের সঙ্গে কথা

অনুরাগীদের সঙ্গে কথাও বললেন তিনি। তবে এক মুহূর্তের জন্যও মাস্ক ছাড়লেন না। অনিরুদ্ধর ছবিতে এক সাংবাদিকের চরিত্রে দেখা যাবে নায়িকাকে। ছবিতে ইয়ামি ছাড়াও রয়েছেন পঙ্কজ কাপুর, রাহুল খান্না, তুষার পাণ্ডে সহ আরও অনেকে।

6/6
Yami Gautam: লুক ভাইরাল
Yami Gautam: লুক ভাইরাল

ইনভেস্টিগেটিভ ড্রামা ছবি নিয়ে এক্সাইটেড নায়িকা। প্রেম, সম্পর্কের ফ্লেভারও ছুঁয়ে যাবে ছবিতে। যদিও পরিচালক বিশেষ কিছু খোলসা করেন নি ছবি নিয়ে।





Read More