Yawning may be symptoms for: অতিরিক্ত হাই হোলা আপনার শরীরে গুরুতর বা বিভিন্ন শারীরিক সমস্যাকেই ইঙ্গিত করে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আপনি কি ঘন ঘন হাই তোলেন? কাজ করতে করতে বা কথা বলতে বলতে ঘন ঘন হাই হয়ে ওঠে আপনার? তাহলে অবশ্যই এখনই সতর্ক হোন!
মানসিক ক্লান্তি ও অবসাদ থেকেও হাই ওঠে। হার্ট থেকে মস্কিষ্কে ঠিকমতো রক্ত সঞ্চালন না হলেও হাই ওঠে। অনেক সময় নার্ভের সমস্যায়, যেমন মৃগী, সেক্ষেত্রেও হাই ওঠে ঘন ঘন।
আবার হাই হতে পারে ব্রেইন টিউমারের লক্ষ্মণও! এর পাশাপাশি, শরীরে আয়রনের অভাব হলেও হাই ওঠে। কারণ, আয়রন রক্তের মাধ্যমেই শরীরে অক্সিজেন সরবরাহে মুখ্য ভূমিকা নিয়ে থাকে।
এখন শরীরে আয়রন কম থাকলে, শরীরে অক্সিজেন সরবরাহ কম হয়ে থাকে। অনিদ্রা বা ফুসফুসে সমস্যা থাকলে, তা শরীরে অক্সিজেনের লেভেল কমায়। ফলে হাই উঠতে থাকে।
হাই-এর সমস্যা থেকে মুক্তি পেতে বিশেষজ্ঞরা তাই বলছেন, রুটিন মেনে পর্যাপ্ত ঘুমাতে। আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, আপেল, বেরি প্রভৃতি ও বেশি করে জল খেতে।