PHOTOS

Nicco park Death: নিক্কো পার্কে যুবকের মর্মান্তিক মৃ*ত্যু! একাধিক নিয়মকানুন জারি কর্তৃপক্ষের, জানা অত্যন্ত জরুরি...

Nicco park Death: বন্ধু বান্ধবীদের সঙ্গে ঝর্নায় স্নান করতে করতে নেমে যুবকের মর্মান্তিক মৃত্যু নিক্কোপার্কে! সেই ঘটনার জেরে বিতর্ক। তাই এবার নিক্কোপার্ক কর্তৃপক্ষ একাধিক সুরক্ষাবিধি আরোপের কথা জানালেন।

Advertisement
1/6
নিক্কো পার্কে যুবকের মৃত্যুতে জারি একাধিক সুরক্ষাবিধি
নিক্কো পার্কে যুবকের মৃত্যুতে জারি একাধিক সুরক্ষাবিধি

অয়ন ঘোষাল: নিক্কোপার্কের 'নায়াগ্রা ফলস'-র আশেপাশে বাড়ছে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও পার্কে থাকা প্রায় সাড়ে ৪০০ সিসিটিভি ক্যামেরার নিবিড় মনিটরিং চলবে। 

2/6
নিক্কো পার্কে যুবকের মৃত্যুতে জারি একাধিক সুরক্ষাবিধি
নিক্কো পার্কে যুবকের মৃত্যুতে জারি একাধিক সুরক্ষাবিধি

পার্কে একজনই ডাক্তার। তাই সাপ্তাহিক ছুটির দিন বিকল্প একজনকে পার্কে রাখার সিদ্ধান্ত। সেক্ষেত্রে নিকটবর্তী কোনও একটি হাসপাতালের সঙ্গে বার্ষিক চুক্তি করার চিন্তাভাবনা। 

3/6
নিক্কো পার্কে যুবকের মৃত্যুতে জারি একাধিক সুরক্ষাবিধি
নিক্কো পার্কে যুবকের মৃত্যুতে জারি একাধিক সুরক্ষাবিধি

পার্কে অ্যালকোহল যুক্ত পানীয় বিক্রি হয়। তাই মাত্রাতিরিক্ত পান করে কেউ কোনও রাইডে উঠছেন কিনা বা জলে নামছেন কিনা, সেটা খতিয়ে দেখা বা নজরদারির জন্য নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ছে।

4/6
নিক্কো পার্কে যুবকের মৃত্যুতে জারি একাধিক সুরক্ষাবিধি
নিক্কো পার্কে যুবকের মৃত্যুতে জারি একাধিক সুরক্ষাবিধি

পার্কে অ্যাম্বুল্যান্স সবসময় রেডি রাখা হচ্ছে। পর্যাপ্ত কর্মী মোতায়েন রাখা হবে। অক্সিজেন সিলিন্ডার সবসময় ফুল রাখা হবে। 

5/6
নিক্কো পার্কে যুবকের মৃত্যুতে জারি একাধিক সুরক্ষাবিধি
নিক্কো পার্কে যুবকের মৃত্যুতে জারি একাধিক সুরক্ষাবিধি

৩ জন প্রশিক্ষিত নার্স ছাড়াও পার্কেরই আরও বেশ কিছু কর্মীকে সিপিআর প্রশিক্ষণ দিয়ে পার্কের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রাখা হবে। 

6/6
নিক্কো পার্কে যুবকের মৃত্যুতে জারি একাধিক সুরক্ষাবিধি
নিক্কো পার্কে যুবকের মৃত্যুতে জারি একাধিক সুরক্ষাবিধি
যেহেতু বিষয়টি থানা পুলিস পর্যন্ত গড়িয়েছে। হয়তো আদালতেও গড়াবে। তাই আপাতত পার্কের তরফে আর কোনও অফিশিয়াল মিডিয়া বিবৃতি দেওয়া হবে না বলেও জানিয়েছেন নিক্কো পার্কের চিফ অ্যাডমিন সুমিত দত্ত।




Read More