দেখতে দেখতে ১১টা বছর হয়ে গেল। আজই সেই ১৯ সেপ্টেম্বর (২০০৭), যে দিনে ছয় ছক্কার নজির গড়েছিলেন ভারতীয় তারকা যুবরাজ সিং।
যুবরাজই প্রথম ব্যাটসম্যান যিনি কোনও পেস বোলারের বিরুদ্ধে ছয় ছক্কা হাঁকিয়েছেন।
প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে সেটিই ছিল প্রথম রেকর্ড, যেখানে কোনও বোলারের এক ওভারের পরপর ছটি ডেলিভারিতেই ছয় মেরেছেন কোনও ব্যাটসম্যান।
খেলার ১৯ ওভারে ইংল্যান্ডের পেস ব্যাটারি স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধেই এই ছয় ছক্কার নজির গড়েছিলেন যুবরাজ।
স্টুয়ার্ট ব্রডের ওভার শুরুর আগে ব্রিটিশ অলরাউন্ডার ফ্লিনটফের সঙ্গে বাক যুদ্ধে জড়িয়ে ছিলেন যুবরাজ। আর তারপরই বিশ্ব ক্রিকেট দেখেছিল যুবরাজের শাসন।
উল্লেখ্য, ওই ম্যাচ ভারতই জিতেছিল। এবং ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন যুবরাজই।
ম্যাচ শেষে অনুষ্ঠান প্রদান মঞ্চে রবি শাস্ত্রী তাঁকে প্রশ্ন করেছিলেন, স্টুয়ার্ট ব্রডের ওভারের আগে ফ্লিনটফ তোমাকে কি বলেছিল?
জবাবে যুবরাজ জানিয়েছিলেন, “আন্তর্জাতিক মঞ্চে এমনটা হয়েই থাকে। ও (ফ্লিনটফ) একজন মহান অলরাউন্ডার। এটা খেলার অংশ। মাঠের বাইরে আমরা ভাল বন্ধু”।
পরে যুবরাজ জানিয়েছিলেন, ফ্লিনটফ তাঁর শট নিয়ে কথা বলছিলেন। ফ্লিনটফ যুবরাজের ব্যাটিংকে হাস্যকর বলেছিলেন। যা শুনে ফ্লিনটফকে F**k You - বলেছিলেন যুবরাজ। এরপরই যুবরাজের জিভ উপড়ে নেওয়ার কথা বলেছিলেন ফ্লিনটফে। প্রত্যুত্তরে ব্যাট নিয়ে তাড়া করেছিলেন যুবরাজও।