PHOTOS

Yuzvendra Chahal-Dhanashree Verma Separation: সত্যিই কি ধনশ্রীকে ৬০ কোটি খোরপোশ দিতে হবে চাহালকে? বড় সিদ্ধান্ত বম্বে হাইকোর্টের...

Yuzvendra Chahal-Dhanashree Verma Alimony: যুজবেন্দ্র চাহাল ও তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মার বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। বম্বে হাইকোর্ট জানিয়েছে ২০ মার্চের মধ্যে বিবাহবিচ্ছেদের সব প্রক্রিয়া শেষ করতে হবে। আদালত জানিয়ে দিল খোরপোশের অঙ্কও। 

Advertisement
1/9
চাহাল-ধনশ্রী ডিভোর্স
চাহাল-ধনশ্রী ডিভোর্স

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আড়াই বছর ধরে আলাদা রয়েছেন যুজবেন্দ্র চাহাল ও তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মা। এবার বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। 

2/9
চাহাল-ধনশ্রী ডিভোর্স
চাহাল-ধনশ্রী ডিভোর্স

শোনা গিয়েছিল যে ৬০ কোটি টাকা খোরপোশ  চেয়েছেন ধনশ্রী। অবশেষে বুধবার আদালত জানিয়ে দিল ঠিক কত টাকা দিতে হবে যুজবেন্দ্রকে। 

3/9
চাহাল-ধনশ্রী ডিভোর্স
চাহাল-ধনশ্রী ডিভোর্স

বম্বে হাইকোর্ট জানিয়েছে ২০ মার্চের মধ্যে বিবাহবিচ্ছেদের সব প্রক্রিয়া শেষ করতে হবে। 

4/9
চাহাল-ধনশ্রী ডিভোর্স
চাহাল-ধনশ্রী ডিভোর্স

২২ মার্চ থেকে আইপিএল শুরু। তার আগে শেষ করার নির্দেশ দিয়েছে কোর্ট।

5/9
চাহাল-ধনশ্রী ডিভোর্স
চাহাল-ধনশ্রী ডিভোর্স

হিন্দু বিবাহ আইন অনুযায়ী, সম্পূর্ণ বিবাহবিচ্ছেদের আগে ছ’মাস সময় দেওয়া হয় স্বামী-স্ত্রীকে। সেই সময় শেষ হওয়াতেই এবার বিচ্ছেদের প্রক্রিয়া শুরু। 

6/9
চাহাল-ধনশ্রী ডিভোর্স
চাহাল-ধনশ্রী ডিভোর্স

খোরপোশ হিসাবে চাহালকে ৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিতে বলেছে কোর্ট। 

7/9
চাহাল-ধনশ্রী ডিভোর্স
চাহাল-ধনশ্রী ডিভোর্স

চাহাল এখনও পর্যন্ত ২ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার টাকা দিয়েছেন বলে জানা গিয়েছে। 

8/9
চাহাল-ধনশ্রী ডিভোর্স
চাহাল-ধনশ্রী ডিভোর্স

৪ কোটি ৭৫ লক্ষ টাকা দেওয়ার কথা থাকলেও চহল পুরোটা দেননি। কোর্ট সেটা ভাল ভাবে নেয়নি। কোর্ট জানিয়েছে, ইতিমধ্যেই আড়াই বছর তাঁরা আলাদা রয়েছেন। 

9/9
চাহাল-ধনশ্রী ডিভোর্স
চাহাল-ধনশ্রী ডিভোর্স

বৃহস্পতিবার এই বিষয়ে চূড়ান্ত রায় দেওয়া হবে। আইপিএল শুরুর আগে কোর্ট এই মামলার রায় ঘোষণা করতে চাইছে।





Read More