Dhanashree Verma-Yuzevendra Chahal: নাচের দেখেই প্রেমে পড়েছিলেন চাহাল। ধনশ্রী পেশায় দাঁতের চিকিৎসক। কোরিওগ্রাফিও করেন। ২০২০ সালের ২২ ডিসেম্বর গুরগাঁওয়ে বিয়ে করেছিলেন ধনশ্রী ও যুজবেন্দ্র চাহাল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ টালবাহানার পর অবশেষে পথ আলাদাই হল যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভর্মার। কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল, যুজবেন্দ্র এবং ধনশ্রীর বৈবাহিক সম্পর্কে চিড় ধরেছে। আর সে কারণেই ডিভোর্সের পথ বেছে নিলেন এই জুটি।
বৃহস্পতিবার বান্দ্রার ফ্যামিলি কোর্টে হাজির ছিলেন তারকা দম্পতি। সেখানেই বিবাহবিচ্ছেদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দুজনকে প্রায় ৪৫ মিনিট বোঝান বিচারপতি। তাতেও চিঁড়ে গলেনি।
বিকেল ৪.৩০ মিনিটে ডিভোর্সের রায় দেন বিচারপতি। চাহাল এবং ধনশ্রীকে জিজ্ঞেস করা হলে তাঁরা জানিয়েছেন, একে অপরের সঙ্গে মানিয়ে নেওয়া যাচ্ছে না। অর্থাত্ কম্প্যাটিবিলিটি ইস্যু।
দুজনেই জানান যে, বিগত ১৮ মাস ধরে আলাদা থাকছেন তাঁরা। একে অপরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করা, ধনশ্রীর পদবি বদলে ফেলা সবকিছুই ইঙ্গিত করছিল বিচ্ছেদের দিকে। যদি দুজনের কেউই প্রকাশ্যে এনিয়ে মুখ খোলেননি।
পরে চাহাল ইনস্টা স্টোরিতে লেখেন, 'ঈশ্বর আমাকে এতবার রক্ষা করেছেন যে আমি গুণে শেষ করতে পারি না। নিজের অজান্তেই কতবার যে বিপদ থেকে রক্ষা পেয়েছি, সেটাও আমার অজানা। সবসময় ঈশ্বর আমার পাশে রয়েছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ।'
ধনশ্রী লিখেছেন, 'ঈশ্বর আমাদের কষ্টগুলোকে আশীর্বাদে পরিণত করেন। আজ যদি কোনও সমস্যার মধ্যে থাক, তাহলে জানবে তোমার কাছে দুটি বিকল্প আছে। দুশ্চিন্তা করতে পারো অথবা নিজের সব সমস্যার ভার ঈশ্বরকে দিয়ে তার কাছে প্রার্থনা করতে পারো। তিনি যা কিছু করেন আমাদের ভালোর জন্য করেন, এই বিশ্বাস রাখলেই শক্তি মেলে।'