Chahal-Dhanashree Divorced: ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল সম্প্রতি মাঠের বাইরের নানা ঘটনার কারণে বারবার খবরের শিরোনামে এসেছেন, বিশেষ করে তার ব্যক্তিগত জীবন ঘিরে। চাহাল ও ধনশ্রী ভর্মার ডিভোর্সের খবর সামনে আসার পর, তাঁদের সম্পর্ক ও ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এবার এক সাক্ষাত্কারে বিস্ফোরক চাহাল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডিভোর্সের জল্পনা থেকে শুরু করে আলাদা হওয়া অবধি যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভর্মার জীবন নিয়ে চর্চা ছিল তুঙ্গে। ডিভোর্সের পর দুজনের ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা শুরু হয়। এবার ফের শিরোনামে তাঁরা।
সম্প্রতি এক সাক্ষাত্কারে বিস্ফোরক মন্তব্য করেন যুজবেন্দ্র চাহাল। তিনি স্পষ্ট করে বলেন, ধনশ্রীর সঙ্গে সম্পর্কে থাকাকালীন তিনি কখনও বিশ্বাসঘাতকতা করেননি। যদিও তাঁর বিরুদ্ধে অনেক গুজব ছড়িয়েছিল।
যুজবেন্দ্র আরও জানান, তারা দুজন মিলে বিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিষয়টি গোপন রেখেছিলেন এবং তখনই তা সবাইকে জানান।
প্রাক্তন ভারতীয় স্পিনার বলেন, 'যখন আমি ডিভোর্সের মধ্য দিয়ে যাচ্ছিলাম, মানুষ আমাকে ‘চিটার’ বলে দাগিয়ে দিল। কিন্তু আমি কখনও কাউকে ঠকাইনি। আমার মতো বিশ্বস্ত মানুষ আর পাবেন না। আমি আমার কাছের মানুষদের জন্য মন থেকে ভাবি। আমি কখনও কিছু চায়নি, শুধু দিয়ে গেছি। আপনি কিছু না জেনে যদি কিছু লেখেন, সেটা অন্যায়। আমার দুই বোন আছে, আমি জানি মেয়েদের সম্মান কীভাবে দিতে হয়। আপনি যদি শুধু কাউকে সঙ্গে দেখে তাকে নিয়ে জল্পনা করেন, শুধু ভিউ পাওয়ার জন্য কিছু লিখে দেন-সেটা ভুল। আপনি যদি একবার প্রতিক্রিয়া দেন, তাহলে আরও অনেকে আসবে, কারণ সবাই জানে আপনি রেসপন্ড করবেন।'
ডিভোর্সের সময় চাহাল মানসিকভাবে ভেঙে পড়েন। এমনকী তাঁর সুইসাইড করার মত চিন্তাও মাথায় আসে। তিনি আরও বলেন, 'আমি জীবনে ক্লান্ত হয়ে পড়েছিলাম। প্রতিদিন এক জিনিস। একরকম দুঃশ্চিন্তা। দুই ঘণ্টা কাঁদা, তারপর ঘুম ২-৩ ঘণ্টা- তবুও একই অবস্থা। মনে হত, সব শেষ হয়ে যাক। এই অনুভূতিগুলি আগে হয়তো ১-২ দিনের জন্য হত মাসে, কিন্তু এবার তা চলেছিল ৪০-৪৫ দিন ধরে, যখন আমি ক্রিকেট থেকে বিরতি নিই। তখন শুধু চিন্তাভাবনা ছিল, অনেকে তো সেটা করে ফেলে।'
তিনি আরও বলেন, 'আমি ক্রিকেট থেকে বিরতি নিই কারণ আমি চাইনি আমার জন্য পুরো দল ক্ষতিগ্রস্ত হোক।'
সাক্ষাত্কারে চাহাল ডিভোর্স প্রসঙ্গে আরও তথ্য শেয়ার করে জানিয়েছেন, বিশেষ করে সেই বিতর্কিত টি-শার্ট নিয়ে, যাতে লেখা ছিল "Be Your Own Sugar Daddy"। অনেকেই মনে করেছিলেন এটি ধনশ্রীর উদ্দেশে একটি বার্তা, আর এবার চাহাল নিজেই তা নিশ্চিত করেছেন।
চাহাল বলেন, 'আমি কোনো নাটক করতে চাইনি। আমি শুধু একটা মেসেজ দিতে চেয়েছিলাম, আর আমি সেটা দিয়ে দিয়েছি।' তিনি জানান, প্রথমে আদালতে এমন কোনও টি-শার্ট পরার পরিকল্পনা ছিল না, কিন্তু পরে 'সামনের দিক থেকে কিছু ঘটনা' ঘটায় তিনি সিদ্ধান্ত বদলান।