Zee Real Heroes Awards 2024: গত ১৪ জানুয়ারী মুম্বইতে এক অনুষ্ঠানে, প্রধান অতিথি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস সহ বি টাউনের তারকাদের উপস্থিতিতে 'জি রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪'-এর রেড কার্পেট জমজমাট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৪ জানুয়ারী মুম্বইতে অনুষ্ঠিত 'জি রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪' অনুষ্ঠানে, দেশের বিভিন্ন ব্যবসায়ী, বলিউডের তারকাদের সম্মানিত করা হয়।
ইভেন্টটিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস এবং বিভিন্ন কয়েকজন তারকাদের উপস্থিতিতে রেড কার্পেট জমজমাট হয়ে উঠেছিল।
অনুপম খের, অজয় দেবগন, অমোঘ লীলা দাস, কুমার শানু, পঙ্কজ ত্রিপাঠি এবং কার্তিক আরিয়ান সহ বি টাউনের অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
'জি রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪' (Zee Real Heroes Awards 2024) অনুষ্ঠানে প্রত্যেকের নিজ নিজ ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য সম্মানিত করা হয়।
বলিউডের 'কিং অফ মেলোডি' কুমার শানু তাঁর অসামান্য অবদানের জন্য 'লাইফটাইম অ্যাচিভমেন্ট'-এর সম্মানে সম্মানিত হয়েছেন। তিনি পদ্মশ্রী পুরষ্কার ২০০৯ এর প্রাপক। এছাড়াও, এক দিনে সর্বাধিক সংখ্যক গান রেকর্ড করার জন্য ১৯৯৩ সাল থেকে তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও করেন।
অজয় দেবগন 'মেগা পারফর্মার অফ দ্য ইয়ার' এবং কার্তিক আরিয়ান যথাক্রমে 'সেরা অভিনেতা' পুরস্কার পান।
পঙ্কজ ত্রিপাঠীকে 'মেগা পারফরমার অফ দ্য ইয়ার'-এর সম্মানে সম্মানিত করা হয়।
প্রবীণ অভিনেতা অনুপম খের তার 'ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের' জন্য সম্মানিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।