PHOTOS

Zee Real Heroes Awards 2024: অ্যাওয়ার্ড শোয়ে তারকাদের হাট! রইল সেই বিশেষ মূহুর্তের কিছু ছবি...

Zee Real Heroes Awards 2024: গত ১৪ জানুয়ারী মুম্বইতে এক অনুষ্ঠানে, প্রধান অতিথি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস সহ বি টাউনের তারকাদের উপস্থিতিতে 'জি রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪'-এর রেড কার্পেট জমজমাট। 

 

Advertisement
1/8
জি রিয়েল হিরোস অ্যাওয়ার্ড
জি রিয়েল হিরোস অ্যাওয়ার্ড

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৪ জানুয়ারী মুম্বইতে অনুষ্ঠিত 'জি রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪' অনুষ্ঠানে, দেশের বিভিন্ন ব্যবসায়ী, বলিউডের তারকাদের সম্মানিত করা হয়। 

 

2/8
জি রিয়েল হিরোস অ্যাওয়ার্ড
জি রিয়েল হিরোস অ্যাওয়ার্ড

ইভেন্টটিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস এবং বিভিন্ন কয়েকজন তারকাদের উপস্থিতিতে রেড কার্পেট জমজমাট হয়ে উঠেছিল। 

 

3/8
জি রিয়েল হিরোস অ্যাওয়ার্ড
জি রিয়েল হিরোস অ্যাওয়ার্ড

অনুপম খের, অজয় ​​দেবগন, অমোঘ লীলা দাস, কুমার শানু, পঙ্কজ ত্রিপাঠি এবং কার্তিক আরিয়ান সহ বি টাউনের অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

 

4/8
জি রিয়েল হিরোস অ্যাওয়ার্ড
জি রিয়েল হিরোস অ্যাওয়ার্ড

'জি রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪' (Zee Real Heroes Awards 2024) অনুষ্ঠানে প্রত্যেকের নিজ নিজ ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য সম্মানিত করা হয়। 

 

5/8
কুমার শানু (Kumar Sanu)
কুমার শানু (Kumar Sanu)

বলিউডের 'কিং অফ মেলোডি' কুমার শানু তাঁর অসামান্য অবদানের জন্য 'লাইফটাইম অ্যাচিভমেন্ট'-এর সম্মানে সম্মানিত হয়েছেন। তিনি পদ্মশ্রী পুরষ্কার ২০০৯ এর প্রাপক। এছাড়াও, এক দিনে সর্বাধিক সংখ্যক গান রেকর্ড করার জন্য ১৯৯৩ সাল থেকে তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও করেন।

 

6/8
অজয় দেবগন (Ajay Devgan)
অজয় দেবগন (Ajay Devgan)

অজয় দেবগন 'মেগা পারফর্মার অফ দ্য ইয়ার' এবং কার্তিক আরিয়ান যথাক্রমে 'সেরা অভিনেতা' পুরস্কার পান।

 

7/8
পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)
পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)

পঙ্কজ ত্রিপাঠীকে 'মেগা পারফরমার অফ দ্য ইয়ার'-এর সম্মানে সম্মানিত করা হয়। 

 

8/8
অনুপম খের (Anupam Kher)
অনুপম খের (Anupam Kher)

প্রবীণ অভিনেতা অনুপম খের তার 'ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের' জন্য সম্মানিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 





Read More