Home> খেলা
Advertisement

এক ঝলকে দেখে নিন এই আইপিএলের সবথেকে দামি ১০ ক্রিকেটার কারা

নিবার থেকে শুরু আইপিএল। আর আইপিএল মানেই তো টাকার খেলা। এবারের আইপিএলের সবথেকে দামি ক্রিকেটারদের একবার দেখে নেবেন না, প্রতিযোগিতার শুরুতে। তবে, না বুঝবেন টাকার বিনিময়ে তাঁরা কে কেমন পারফরম্যান্স করলেন। এক ঝলকে দেখে নিন এবারের আইপিএলের সবথেকে দামি ১০ ক্রিকেটার কে কে।

এক ঝলকে দেখে নিন এই আইপিএলের সবথেকে দামি ১০ ক্রিকেটার কারা

ওয়েব ডেস্ক: নিবার থেকে শুরু আইপিএল। আর আইপিএল মানেই তো টাকার খেলা। এবারের আইপিএলের সবথেকে দামি ক্রিকেটারদের একবার দেখে নেবেন না, প্রতিযোগিতার শুরুতে। তবে, না বুঝবেন টাকার বিনিময়ে তাঁরা কে কেমন পারফরম্যান্স করলেন। এক ঝলকে দেখে নিন এবারের আইপিএলের সবথেকে দামি ১০ ক্রিকেটার কে কে।

সবথেকে দামি ১০ ক্রিকেটার এবারের আইপিএলে -

১) বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) - ১৫ কোটি টাকা

২) মহেন্দ্র সিং ধোনি (রাইজিং জায়ান্স পুনে) - ১২.৫ কোটি টাকা

৩) শিখর ধাওয়ান (সানরাইজার্স হায়দরাবাদ) - ১২.৫ কোটি টাকা

৪) রোহিত শর্মা (মুম্বই ইন্ডিয়ান্স) - ১১.৫ কোটি টাকা

৫) গৌতম গম্ভীর (কলকাতা নাইট রাইডার্স) - ১০ কোটি টাকা

৬) কায়রন পোলার্ড (মুম্বই ইন্ডিয়ান্স) - ৯.৭ কোটি টাকা

৭) সুরেশ রায়না (গুজরাট লায়ন্স) - ৯.৫ কোটি টাকা

৮) এবি ডিভিলিয়ার্স (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) - ৯.৫ কোটি টাকা

৯) শেন ওয়াটসন (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) - ৯.৫ কোটি টাকা

১০) ক্রিস গেইল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) - ৮.৪ কোটি টাকা

Read More