Home> খেলা
Advertisement

২২ গজের অবিশ্বাস্য ১০টি শট, দেখুন ভিডিওতে

সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে ক্রিকেটের ফরম্যাট। ৫ দিনের টেস্ট ম্যাচ, ৫০ ওভারের ওয়ান ডে পর এখন টি-২০-র যুগ। কিন্তু, ২২ গজে অনেকসময়ই এমন অনেককিছু ঘটে, যাকে ঠিক কোনও ব্যাকরণেই ফেলা যায় না।

২২ গজের অবিশ্বাস্য ১০টি শট, দেখুন ভিডিওতে

ওয়েব ডেস্ক : সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে ক্রিকেটের ফরম্যাট। ৫ দিনের টেস্ট ম্যাচ, ৫০ ওভারের ওয়ান ডে পর এখন টি-২০-র যুগ। কিন্তু, ২২ গজে অনেকসময়ই এমন অনেককিছু ঘটে, যাকে ঠিক কোনও ব্যাকরণেই ফেলা যায় না।

বোলার যেমন চেষ্টা করেন ব্যাটসম্যানকে ধোঁকা দিতে, ঠিক সেরকমই ব্যাটসম্যানও নানাসময় বোকা বানান বোলারকে। ক্রিকেট মাঠে এমন অনেক শট খেলা হয়, ক্রিকেট কোনও বইয়ে যার কোনও ব্যাখ্যা পাওয়া যায় না। যে শটগুলি চাক্ষুস করার পর দর্শকদের প্রথম প্রতিক্রিয়াই হয় এটা যে, 'এরকমও হতে পারে!' অদ্ভুতূড়ে শট খেলার দৌড়ে কে নেই? গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), কেভিন পিটার সেন (ইংল্যান্ড), সচিন তেন্ডুলকর (ভারত), এবি ডে ভিলার্স (দক্ষিণ আফ্রিকা), ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড), মহেন্দ্র সিং ধোনি (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) রয়েছেন সবাই।

চলুন দেখে নেওয়া যাক, ক্রিকেট মাঠের অবিশ্বাস্য ১০টি শট-

Read More