ওয়েব ডেস্ক: ২০১৯ কোপা আমেরিকা ব্রাজিলে অনুষ্ঠিত হবে। শতবর্ষের কোপা আমেরিকা চলাকালীন সরকারীভাবে এটা জানিয়েছেন কনমেবোল সভাপতি আলেজান্ড্রো ডমিংগুয়েজ। ২০১৫ সালের কোপা পেলের দেশে হওয়ার কথা ছিল। তবে ঠাসা সূচির জন্য শেষ পর্যন্ত চিলিতে কোপার আসর বসে। ২০১৩ সালের কনফেডারেশন কাপের পাশাপাশি ২০১৪ সালে বিশ্বকাপ হয় ব্রাজিলে। চলতি বছর অলিম্পিকও হতে চলেছে রিওতে। অতীতে চারবার কোপা আমেরিকা হয়েছে ব্রাজিলে।
কুটিনহোর হ্যাটট্রিকে ছন্দে সেলেকাওরা, হাইতি উড়ে গেল ৭-১ গোলে
আগামী কোপা আমেরিকা কাপ ব্রাজিলে হওয়ায় খুশি ব্রাজিল। কোপা হবে ব্রাজিলে, খবর পেয়েই কোপা আয়োজনের প্রস্তুতির কথাও ভাবছে লাতিন আমেরিকার এই দেশ।