নিজস্ব প্রতিবেদন: দু দিন আগেই বাইশ গজের লড়াইয়ে বাংলাদেশকে হারিয়েছিল আফগানিস্তান। ক্রিকেটের সেই ছবি ফিরে এল ফুটবল মাঠেও। ২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে আফগানদের কাছে ০-১ গোলে হেরে গেল বাংলাদেশ।
হার দিয়ে ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বে অভিযান শুরু করল বাংলাদেশ। প্রথম ম্যাচেই আফগানিস্তানের কাছে ০-১ গোলে হেরে গেল। অ্যাওয়ে ম্যাচে সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে বল পজেশন কিংবা আক্রমণ কোনও বিভাগেই আফগানদের সঙ্গে পাল্লা দিতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে খেলার ২৭ মিনিটে আফগানিস্তানকে এগিয়ে দেয় ফারশাদ নূর। পিছিয়ে পরে গোল শোধের সেরকম মরিয়া চেষ্টাও দেখা গেল না বাংলাদেশের ফুটবলারদের। শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়ে তারা।
আরও পড়ুন - 2022 FIFA World Cup Qualifiers: দোহায় এশিয়ান চ্যাম্পিয়ন কাতারকে রুখে দিল ভারত