নিজস্ব প্রতিবেদন: সৈয়াদ মুস্তাক আলি ট্রফির গ্রুপ লিগে চারে চার করল বাংলা। অসমকে ছয় উইকেটে হারিয়ে আঞ্চলিক পর্বে টানা চারটে ম্যাচ জিতল সাইরাজ বহুতুলের দল। এই জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়নও হল বঙ্গ ব্রিগেড।
Many congratulations to Captain @tiwarymanoj for playing superbly in the #ASMvBEN match!
— CABCricket (@CabCricket) January 16, 2018
#ZonalT20 #SyedMushtaqAliTrophy #CAB #Bengal pic.twitter.com/1zmPiiZaOc
উইকেট নিয়ে ও রান করে বাংলার অসম বধের নায়ক অধিনায়ক মনোজ তিওয়ারি। মঙ্গলবার প্রথমে ব্যাট করে নয় উইকেটে একশো তেতাল্লিশ রান করে অসম। মনোজ নেন চারটে উইকেট। রান তাড়া করতে নেমে সতেরো বল বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলা। হারায় চারটে উইকেট। রান পাননি দুই ওপেনার শ্রীবৎস ও বিবেক সিং। তেষট্টি রানে অপরাজিত থাকেন মনোজ। অনুস্তপ চৌত্রিশ ও ঋতিক একত্রিশ রান করেন। এদিনই কলকাতায় ফিরে এসেছেন মনোজ, ডিন্ডারা। কলকাতাতেই চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলা হবে।
আরও পড়ুন- এখনও বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না বিরাটের এই 'প্রাক্তন প্রেমিকা'
খেলার খবর জানতে রাত ১১টায় দেখুন 'স্পোর্টস ২৪'