Home> খেলা
Advertisement

ওভালে স্বাধীনতা দিবসের দিন ইংরেজদের কাছে নতি স্বীকার ভারতের, ১৪৮ রানে শেষ কোহলিদের প্রথম ইনিংস

যেদিন দেশ ৬৮ তম স্বাধীনতা দিবস পালন করছে সেই দিনই  ইংরেজদের সামনে নতি স্বীকার করল ভারতীয় ক্রিকেট দল । ওভালে পঞ্চম টেস্টের প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে সামনে ভারত। ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল মাত্র একশো আটচল্লিশ রানে।

ওভালে স্বাধীনতা দিবসের দিন ইংরেজদের কাছে নতি স্বীকার ভারতের, ১৪৮ রানে শেষ কোহলিদের প্রথম ইনিংস

ওভাল: যেদিন দেশ ৬৮ তম স্বাধীনতা দিবস পালন করছে সেই দিনই  ইংরেজদের সামনে নতি স্বীকার করল ভারতীয় ক্রিকেট দল । ওভালে পঞ্চম টেস্টের প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে সামনে ভারত। ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল মাত্র একশো আটচল্লিশ রানে।

এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। আরও একবার ফ্লপ ভারতীয় ব্যাটিং অর্ডার। ইংল্যান্ড বোলিংয়ের সামনে কার্যত দিশেহারা দেখাচ্ছিল কোহলিদের। তাসের ঘরের মত ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ। মাত্র দু'জন দু'অঙ্কের রান সংগ্রহ করতে পেরেছেন। একমাত্র লড়াই চালান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সর্বোচ্চ ৮২ রান করেন তিনি।  

Read More