ওয়েব ডেস্ক: পেশাদার টেনিস সার্কিটে চরিত্রের অভাব নেই। জোকোভিচের স্বভাব যদি হাসানো হয়, কার্গিসের যদি ব্যাড বয় ইমেজ, তাহলে ফরাসি গেইল মনফিলসের আবার লম্ফঝম্প। সবাই বলে মনফিলিসের মত লাফঝাঁপ কোর্টে ইদানিং এতটা কেউ করেন না। একেবারে নিংড়ে দেওয়া বলতে যা বোঝায়, সেটাই করে থাকেন মনফিলিস। সেটা এবারের ইউএস ওপেনে একেবারে চরমে উঠল। যার জন্য প্রথম দিনেই ফ্লাশিং মিডোয় কোর্ট নম্বর ১৭-এ ভেঙে গেল কোর্টের ধারে থাকা ঘড়িটাই।
প্রথম রাউন্ডে লুক্সেমবার্গের গিলস মুলারের বিরুদ্ধে ম্যাচে একটা পয়েন্টের জন্য উঁচু বল চেজ করতে গিয়েই নিয়ন্ত্রণ হারান মনফিলিস। এর ফলে কোর্টসাইড ঘড়িটাই ভেঙে যায়। ঘড়ি ভাঙলেও সমর্থকদের হৃদয় ভাঙতে দেননি। ম্যাচটা ৬-৪ ৬-২ ৭-৬ (৫) সেটে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠলেন।
বিশ্বের ১২ নম্বর মনফিলিস ঘটনার কথা বলতে গিয়ে বলেন, ''ওই সময় পয়েন্টটা জেতা ছাড়া আর কিছুই মনে ছিল না। অল্প চোট পেয়েছি। তবে আরও বড় চোট পেতে পারতাম।'' বিশ্বের ১২ নম্বর মনফিলস গ্র্যান্ডস্লাম না জিতলেও বেশ ধারাবাহিক খেলোয়াড়। প্রতিটা পয়েন্ট জেতার জন্যই তাঁর প্রচেষ্টার তারিফ অনেকেই করেন। ২০০৫-এ ইউএস ওপেনে রানার্স হয়ে আমেরিকায় খুব জনপ্রিয় তিনি৷