জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ৭ মে রোহিত শর্মা (Rohit Sharma Test Retirement) টেস্টকে আলবিদা বলেছিলেন। আর তার ঠিক পাঁচদিন পর বিরাট কোহলির গলাতেও একই সুর (Virat Kohli Test Retirement)। বিসিসিআইকে যখন (BCCI) বিরাট তাঁর অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে ছিলেন। তখন বিরাটের কাছে বোর্ড অনুরোধ করেছিল ইংল্যান্ড সিরিজ খেলে টেস্টের গল্প শেষ করতে। তবে বিরাট অনড় রইলেন নিজের সিদ্ধান্তে। সোম সকালেই ইনস্টাগ্রাম পোস্ট করে জানিয়ে দিলেন যে, '১৪ বছরের যাত্রাপালা এবার শেষ'।
আরও পড়ুন: অপারেশন সিঁদুরেও কিং কোহলি! চলছিল DGMO-র হাইভোল্টেজ বৈঠক, সেনা কর্তা বললেন...
কোহলির টেস্ট অবসরে চমকাননি লিটন দাস। বাংলাদেশের টি-২০ অধিনায়ক উল্টে প্রশংসাই করলেন কিংয়ের। সাংবাদিক বৈঠকে লিটন বলেন, 'কোহলির অবসর আমার কাছে কোনও শকিং নিউজ না। দুঃখ পাওয়ার চেয়ে কোহলির প্রশংসাই করা উচিত। কারণ কোহলি নিজে থেকে অবসরের সেরা সময়টা বেছে নিয়েছেন। কোন সময়টা ক্রিকেট খেলবেন, আর কোন সময়টা খেলবেন না, তা কোহলি খুব ভালোই বোঝেন, জানেন। তিনি যথেষ্ট পরিণত একজন। তাঁর সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়াই উচিত। তাঁর সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।'
কোহলিকে ভারতের সফল তারকা মানতে নারাজ লিটন। তাঁর কাছে কোহলি বিশ্বজনীন। লিটনের সংযোজন, 'কোহলি শুধু ভারতের জন্যই নয়, আন্তর্জাতিক ক্রিকেটও অবদান অনস্বীকার্য। ওভারঅল টেস্ট ফরম্যাটের আগ্রাসন বদল দিয়েছে অনেকখানি। তাঁর অ্যাটিটিউড বলুন, ক্রিকেটের জ্ঞান বলুন; এরকম এক খেলোয়াড় টেস্ট ক্রিকেট খেলবে না। কিন্তু একটা সময় প্রতিটা খেলোয়াড়কেই অবসরে নিতে হয়। তবে যদি আমি কখনও ভারতের বিরুদ্ধে খেলি, অবশ্যই কোহলিকে মিস করব। যেহেতু অনেকদিন ওর সঙ্গে খেলেছি। মাঠের মধ্যে অনেক সময় কোহলি আগ্রাসন দেখায়। তবে তা শুধু ক্রিকেটের জন্যই করে। মাঠের বাইরে অনেক ভালো একজন মানুষ। মাঠের বাইরে অনেক কথোপকথনই হয়েছে আমাদের।' লিটন কোথাও বুঝিয়েই দিলেন যে, ভারত-বিদ্বেষের চরমে চলে যাওয়া বাংলাদেশে কোহলিই কিং! ১২৩ টেস্ট খেলে থামলেন বিরাট। ৯২৩০ রান রয়েছে তাঁর ঝুলিতে। ৩০ টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরি করেছেন। সর্বাধিক ২৫৪ রানের অপরাজিত ইনিংস রয়েছে বিরাটের। কোহলির গড় ৪৬.৮৫।
আরও পড়ুন: আজ অস্তাচলে বিরাট রাজা, কেন সোশ্যাল মিডিয়ায় টেন্ডিং #269!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)