জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সপ্তদশ আইপিএল (IPL 2024) শেষ হলেই ফের বাইশ গজে আইসিসি-র মহাযুদ্ধ। কুড়ি ওভারের ফরম্য়াটে শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে নামবে ২০টি দেশ। আগামী ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় চলবে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। ভারতীয় ক্রিকেটাররা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার জন্য়ই নিজেদের আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে সেরাটা দিচ্ছেন মাঠে। তাঁদের মধ্য়েই রয়েছেন সিএসকে-র (CSK) মারকুটে ব্য়াটার শিবম দুবে (Shivam Dube)। পাঁচ ম্য়াচে ১৭৬ রান করে ফেলেছেন ১৬০.০০-র স্ট্রাইক রেটে। ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্য়কার আকাশ চোপড়া (Aakash Chopra) বলছেন যে, শিবমকে ছাড়া ভারতের বিশ্বকাপ দল করা অসম্ভব হয়ে যাবে।
আকাশ তাঁর ইউটিউব ভিডিয়োতে বলেন, 'দেখুন আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে, শিবম দুবেকে বিশ্বকাপে না নেওয়া অসম্ভব হবে। তাকে নিয়ে যাবেন কীভাবে! শুভম যেভাবে ব্যাটিং করছে, তা বিবেচনা করতেই হবে। অনেকেই বলে যে, ব্য়াটিং দলের ভূমিকা ভিত্তিক এবং তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। যে এরকম স্বাধীনতা চাইবে, সে এরকম ভাবে ধারাবাহিক ভাবে ছয় মারতে পারলেই হবে। এই ম্য়াচে যারা যারা খেলেছে, আমি আন্দ্রে রাসেলকে ধরেই বলছি। চিপকের এই মন্থর পিচ ও বড় মাঠে ছয় মারা খুব কঠিন। তবে শিবমের এরকম কিছুই মনে হয়নি। সঠিক বল নির্বাচন করে স্ট্য়ান্ডে পাঠিয়েছে। ও ফাস্ট বোলারদেরও ছক্কা মেরেছে। ও নির্বাচকদের জোর করছে বিশ্বকাপের দলে নেওয়ার জন্য়।'
টানা তিন ম্য়াচ জেতা কলকাতা নাইট রাইডার্সের অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। চারে চার করার লক্ষ্যে নেমে মুখ থুবড়ে পড়ে শ্রেয়স আইয়ার অ্যান্ড কোং। গত রবিবার, চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে টস হেরে, প্রথমে ব্য়াট করে কেকেআর মাত্র ১৩৭ রান করে। জবাবে রুতুরাজ গায়কোয়াড়ের 'ইয়েলো আর্মি' ১৪ বল হাতে রেখেই সাত উইকেটে ম্য়াচ বার করে নেয়। কেকেআরের এই রান তাড়া করতে নেমে সিএসকে-র বিপাকে পড়ার কোনও কারণ ছিল না। আর সেটা ঘটেওনি। হলুদ জার্সিতে দুরন্ত ইনিংস খেললেন অধিনায়ক রুতুরাজ। রাচিন রবীন্দ্রর সঙ্গে ওপেন করতে নেমে ৫৮ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ড্য়ারেল মিচেল (১৯ বলে ২৫) ও শিবম দুবেরা (১৮ বলে ২৮) যেভাবে সঙ্গ দিলেন তাতে করে চেন্নাইয়ের কাজটা আরও সহজ হয়ে গিয়েছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সপ্তদশ আইপিএল (IPL 2024) শেষ হলেই ফের বাইশ গজে আইসিসি-র মহাযুদ্ধ। কুড়ি ওভারের ফরম্য়াটে শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে নামবে ২০টি দেশ। আগামী ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় চলবে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। ভারতীয় ক্রিকেটাররা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার জন্য়ই নিজেদের আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে সেরাটা দিচ্ছেন মাঠে। তাঁদের মধ্য়েই রয়েছেন সিএসকে-র (CSK) মারকুটে ব্য়াটার শিবম দুবে (Shivam Dube)। পাঁচ ম্য়াচে ১৭৬ রান করে ফেলেছেন ১৬০.০০-র স্ট্রাইক রেটে। ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্য়কার আকাশ চোপড়া (Aakash Chopra) বলছেন যে, শিবমকে ছাড়া ভারতের বিশ্বকাপ দল করা অসম্ভব হয়ে যাবে।
আকাশ তাঁর ইউটিউব ভিডিয়োতে বলেন, 'দেখুন আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে, শিবম দুবেকে বিশ্বকাপে না নেওয়া অসম্ভব হবে। তাকে নিয়ে যাবেন কীভাবে! শুভম যেভাবে ব্যাটিং করছে, তা বিবেচনা করতেই হবে। অনেকেই বলে যে, ব্য়াটিং দলের ভূমিকা ভিত্তিক এবং তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। যে এরকম স্বাধীনতা চাইবে, সে এরকম ভাবে ধারাবাহিক ভাবে ছয় মারতে পারলেই হবে। এই ম্য়াচে যারা যারা খেলেছে, আমি আন্দ্রে রাসেলকে ধরেই বলছি। চিপকের এই মন্থর পিচ ও বড় মাঠে ছয় মারা খুব কঠিন। তবে শিবমের এরকম কিছুই মনে হয়নি। সঠিক বল নির্বাচন করে স্ট্য়ান্ডে পাঠিয়েছে। ও ফাস্ট বোলারদেরও ছক্কা মেরেছে। ও নির্বাচকদের জোর করছে বিশ্বকাপের দলে নেওয়ার জন্য়।'
টানা তিন ম্য়াচ জেতা কলকাতা নাইট রাইডার্সের অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। চারে চার করার লক্ষ্যে নেমে মুখ থুবড়ে পড়ে শ্রেয়স আইয়ার অ্যান্ড কোং। গত রবিবার, চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে টস হেরে, প্রথমে ব্য়াট করে কেকেআর মাত্র ১৩৭ রান করে। জবাবে রুতুরাজ গায়কোয়াড়ের 'ইয়েলো আর্মি' ১৪ বল হাতে রেখেই সাত উইকেটে ম্য়াচ বার করে নেয়। কেকেআরের এই রান তাড়া করতে নেমে সিএসকে-র বিপাকে পড়ার কোনও কারণ ছিল না। আর সেটা ঘটেওনি। হলুদ জার্সিতে দুরন্ত ইনিংস খেললেন অধিনায়ক রুতুরাজ। রাচিন রবীন্দ্রর সঙ্গে ওপেন করতে নেমে ৫৮ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ড্য়ারেল মিচেল (১৯ বলে ২৫) ও শিবম দুবেরা (১৮ বলে ২৮) যেভাবে সঙ্গ দিলেন তাতে করে চেন্নাইয়ের কাজটা আরও সহজ হয়ে গিয়েছিল।
Aakash Chopra hails Shivam Dube as impossible miss for T20 World Cup: চেন্নাই নক্ষত্র রয়েছে আগুনে ফর্মে। আকাশ চোপড়া বলছেন তাঁকে নিয়ে বিশ্বকাপের দল করতেই হবে।