Home> খেলা
Advertisement

শুধু বুলেট নয়, ব্যাটেও পোক্ত প্রমাণ করে ৫ ম্যাচের সিরিজ জিতে নিল আফগানিস্থান

  একদিনের একটি ম্যাচ নয়। একটি টি-২০ ম্যাচও নয়। একেবারে ৫ ম্যাচের একদিনের সিরিজ জিতে নিল আফগানিস্থান!

শুধু বুলেট নয়, ব্যাটেও পোক্ত প্রমাণ করে ৫ ম্যাচের সিরিজ জিতে নিল আফগানিস্থান

ওয়েব ডেস্ক:  একদিনের একটি ম্যাচ নয়। একটি টি-২০ ম্যাচও নয়। একেবারে ৫ ম্যাচের একদিনের সিরিজ জিতে নিল আফগানিস্থান!
ক্রিকেট ইিতহাসে ২৪ অক্টোবরটা সোনার অক্ষরে লিখে রাখলেন নুর আলি জারদান, মহম্মদ নবিরা। হলই বা জিম্বাবোয়ে। তারাও তো টেস্ট খেলিয়ে দেশ। সেখানে আফগানিস্তান তো ক্রিকেটে তাদের সামনে দুধের শিশু। কিন্তু দুধের শিশুরা যে বড় হচ্ছে, তার আভাস বিশ্বকাপেই দিয়েছিল আফগানরা। এবার তো একেবারে প্রমাণ।
জিম্বাবোয়ের মাটিতে গিয়ে ৫ ম্যাচের সিরিজ ৩-২ তে জিতে নিল আফগানিস্থান। শেষ ম্যাচে বুলাওয়াতে আফগানদের সামনে উড়ে গেল জিম্বাবোয়ে। এদিন প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৫ তুলেছিল আফগানিস্থান। জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে গুটিয়ে যায় মাত্র ১৭২ রানেই। ৭৩ রানে জিতে ইতিহাস গড়ে আফগানরা। ২৫ অক্টোবর রবিবার মুম্বইতেও ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের ফাইনাল যেন। সেখানেও আপাতত ফল ২-২। মুম্বইতে ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, আফগানি হুঙ্কার ছাড়বে কে?

Read More