Home> খেলা
Advertisement

শাদিদ আফ্রিদি, বাবর আজম, শার্জিল খানদের কোচিং করাচ্ছেন এক বাঙালি!

ওদিকে ভারত - পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তাপ যতই ছড়াক, খেলার মাঠে অন্তত দুই দেশের সম্পর্কে কোনও সমস্যা নেই। অন্তত খেলোয়াড়দের মধ্যে। এরকম বলার কারণ হল - এখন শাহিদ আফ্রিদি, শার্জিল খান, নাসির জামশেদ, বাবর আজমের মতো পাকিস্তানি ক্রিকেটারদের কোচিং করাচ্ছেন এক বাঙালি। শুধু এঁরাই নন, সচিত্র সেনানায়েক, দাসুন শনাকা, সৌম্য সরকারদেরও কোচিং করাচ্ছেন অপরূপ চক্রবর্তী।

শাদিদ আফ্রিদি, বাবর আজম, শার্জিল খানদের কোচিং করাচ্ছেন এক বাঙালি!

ওয়েব ডেস্ক: ওদিকে ভারত - পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তাপ যতই ছড়াক, খেলার মাঠে অন্তত দুই দেশের সম্পর্কে কোনও সমস্যা নেই। অন্তত খেলোয়াড়দের মধ্যে। এরকম বলার কারণ হল - এখন শাহিদ আফ্রিদি, শার্জিল খান, নাসির জামশেদ, বাবর আজমের মতো পাকিস্তানি ক্রিকেটারদের কোচিং করাচ্ছেন এক বাঙালি। শুধু এঁরাই নন, সচিত্র সেনানায়েক, দাসুন শনাকা, সৌম্য সরকারদেরও কোচিং করাচ্ছেন অপরূপ চক্রবর্তী।

আরও পড়ুন লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!

সল্টলেকের অপরূপ চক্রবর্তী আসলে বাংলাদেশের প্রিমিয়র লিগের দল রংপুর রাইডার্সের সহকারী কোচ। তিনি ২০১১ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ইন্ডোর ক্রিকেটে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক হিসেবে। এবার নতুন দায়িত্ব পেয়ে, তা খুবই উপভোগ করছেন অপরূপ।

আরও পড়ুন  ইশান্ত কোন পরিবারে বিয়ে করছেন জানেন!

Read More