জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil) কাতারেও (FIFA World Cup 2022) কাপ জয়ের অন্যতম দাবিদার। 'অন আ হেক্সা' মিশনে সেলেকাওরা। ইতিমধ্যেই লাতিন আমেরিকার ফুটবল খেলিয়ে দেশ এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে। ব্রাজিল গত ম্যাচে ১-০ গোলে সুইৎজারল্যান্ডকে (Brazil vs Switzerland) হারিয়ে শেষ ষোলোর টিকিট কনফার্ম করেছে। কিন্তু এসবের মাঝেই তিতের টিমে একের পর এক ফুটবলার চোট পাচ্ছেন। নেইমার (Neymar), ড্যানিলোর (Danilo) পর এবার চোট পেলেন জুভেন্তাসের লেফট-ব্যাক আলেক্স সান্দ্রো (Alex Sandro)।
আগামী শুক্রবার ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচে খেলা হবে না আলেক্স সান্দ্রোর। যদিও তাঁর পরিবর্ত বেছে নিয়েছেন তিতে। সান্দ্রোর জায়গায় দলে ঢুকছেন স্প্যানিশ ক্লাব সেভিয়াতে খেলা ডিফেন্ডার আলেক্স টেলেস। তবে আলেক্স সান্দ্রোকে আদৌ নকআউটে পাওয়া যাবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়ে যাচ্ছে। আলেক্স সান্দ্রোর চোট নিয়ে ব্রাজিলের দলের ডাক্তার রডরিগো লাসমার বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, 'আলেক্স সান্দ্রোর বাঁ নিতম্বে ব্যথা হচ্ছে। ও সুইজারল্যান্ডের বিরুদ্ধে পুরো ম্যাচে খেলতে পারেনি। আমরা ওর চোটের স্ক্যান করেছি। ম্যাগনেটিক রেসোনেন্স দেওয়ার পর বোঝা গিয়ছে যে, ওর নিতম্বের পেশিতে চোট রয়েছে। ও ক্যামেরুনের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না। ওর চিকিৎসা চলছে। যত দ্রুত সম্ভব মাঠে নামবে আলেক্স সান্দ্রো '
সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে গোল পেতে ব্রাজিলকে অপেক্ষা করতে হয়েছিল ৬২ মিনিট পর্যন্ত। এবার গোল এল ৮৩ মিনিটে। কাসেমিরোর পা থেকে। বল জালে ঢুকতেই দুলে উঠেছিল অগণিত হলুদ জার্সি গায়ে চাপানো সমর্থক ঠাসা স্টেডিয়াম ৯৭৪-এর গ্যালারি। অবশেষে গোল করল ব্রাজিল। বাঁ প্রান্ত ধরে ভিনিসিয়াস-রদ্রিগো যুগলবন্দিতে বক্সের মধ্যে বল পান কাসেমিরো। ডান পায়ে জোরালো শট মারেন তিনি। সুইৎজারল্যান্ডের ডিফেন্ডারের শরীরে লেগে সেই বল জালে জড়িয়ে যায়। কিছু করার ছিল না সোমারের। এর আগে অবশ্য আরও একটা গোল পেয়েছিল ব্রাজিল। ৬৪ মিনিটে। ভিনিসিয়াসের পা থেকে। বকিন্তু 'ভার'-এর সাহায্যে সেই গোল বাতিল করে দিলেন রেফারি। ভিনিসিয়াস অফসাইডে না থাকলেও গত ম্যাচের জোড়া গোলদাতা রিচার্লিসনের ভুলের খেসারত দিতে দলকে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)