Home> খেলা
Advertisement

সপরিবারে আমিরশাহির পথে... পিপিই কিট পরে যেন অ্যাস্ট্রোনট রোহিত-রীতিকা, অবাক সামাইরা

আমিরশাহি উড়ে যাবার আগে রোহিতের মেয়ে সামাইরা হিটম্যান-এর কিট ব্যাগ গুছিয়ে দিচ্ছে। নেট দুনিয়ায় সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

সপরিবারে আমিরশাহির পথে... পিপিই কিট পরে যেন অ্যাস্ট্রোনট রোহিত-রীতিকা, অবাক সামাইরা

নিজস্ব প্রতিবেদন: মিশন আইপিএল। আমিরশাহিতে আইপিএল খেলতে সপরিবারে রওনা দিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। মরুশহরে আইপিএল খেলতে যাওয়ার আগে মুম্বাই বিমানবন্দরে সপরিবারে দেখা গেল হিটম্যানকে। আর সেখানে পিপিই কিট পরে রীতিমতো অ্যাস্ট্রোনটের মতো দেখতে লাগছে রোহিত-রীতিকাকে। বাবা-মাকে এমন সাজে দেখে অবাক সামাইরা।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

All-set for Samaira's second @iplt20  #OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL @rohitsharma45 @ritssajdeh

A post shared by Mumbai Indians (@mumbaiindians) on

 

 

রোহিতের মেয়ে সামাইরার এটা দ্বিতীয় আইপিএল। গতবছর সামাইরার জন্মের পরেই আইপিএল-এ চ্যাম্পিয়ন হয়েছিল রোহিতের মুম্বাই। ছোট্ট মেয়েকে নিয়ে মাঠে ঘুরেছিলেন হিটম্যান। মুম্বাই ইন্ডিয়ান্স এর পোস্ট করা একটি ছবিতে দেখা গিয়েছে, আমিরশাহি উড়ে যাবার আগে রোহিতের মেয়ে সামাইরা হিটম্যান-এর কিট ব্যাগ গুছিয়ে দিচ্ছে। নেট দুনিয়ায় সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 Mum-bye  Abu Dhab-hi! . Drop a  wishing the team a happy journey. . #OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL

A post shared by Mumbai Indians (@mumbaiindians) on

 

শুক্রবারে আবুধাবিতে পৌঁছে টিম মুম্বাই ইন্ডিয়ান্স আপাতত ৬ দিনের কোয়ারেন্টিনে থাকবে। এবার মরুশহরে ক্রিকেটারদের পরিবারকেও সুরক্ষা নীতি মেনে চলতে হবে। এই ছয় দিনে তিনবার কোভিড পরীক্ষা করা হবে, সেই পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই অনুশীলন শুরু করতে পারবেন ক্রিকেটাররা।

 

আরও পড়ুন - আচমকা অবসর নেওয়া ধোনিকে সম্মান জানাতে ফেয়ারওয়েল ম্যাচের ভাবনা সৌরভের বোর্ডের

Read More