Home> খেলা
Advertisement

অলিম্পিকের ইতিহাসে এই প্রথম মা এবং ছেলে প্রতিযোগী!

অলিম্পক জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। বাদ নেই মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও। ভারতের অ্যাথলিটদের উজ্জীবিত করতে রিও পৌছে গিয়েছেন ভারতের এই আইকন। রিওর বিখ্যাত যীশুর মুর্তির নীচে দাঁড়িয়ে তোলা ছবি টুইট করেছেন সচিন।

অলিম্পিকের ইতিহাসে এই প্রথম মা এবং ছেলে প্রতিযোগী!

ওয়েব ডেস্ক: অলিম্পক জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। বাদ নেই মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও। ভারতের অ্যাথলিটদের উজ্জীবিত করতে রিও পৌছে গিয়েছেন ভারতের এই আইকন। রিওর বিখ্যাত যীশুর মুর্তির নীচে দাঁড়িয়ে তোলা ছবি টুইট করেছেন সচিন।

আরও পড়ুন আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়াকে পিছনে ফেলে সবার উপরে ভারত!

ইতিহাস গড়তে চলেছেন জর্জিয়ার দুই শুটার। নিনো সালুকভাদজে এবং সোত্নে মাচাভারিয়ানি সম্পর্কে মা এবং ছেলে। অলিম্পিকের ইতিহাসে এই প্রথম মা এবং ছেলে অংশ নিতে চলেছেন। ছেলে মাচাভারিয়ানির জন্য গর্বিত হলেও একই সঙ্গে একটু নার্ভাস  মা। তাঁকে হারিয়ে ছেলে সোনা জিতুক বলে জানিয়েছেন জর্জিয়ার তারকা শুটার নিনো। এবছর নিয়ে অষ্টমবার অলিম্পিকে অংশ নিতে চলেছেন তিনি।

আরও পড়ুন  ওয়ার্ন বানালেন দুটো সেরা একাদশ! একটা নয়ের দশকের, একটা আজকের

Read More