Home> খেলা
Advertisement

ওয়ার্ন, গফ, নারিনদেরও টপকে গেলেন অমিত!

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজটা দুর্দান্ত গেল স্পিনার অমিত মিশ্রার। পাঁচ ম্যাচের সিরিজে তিনি পেলেন ১৫ উইকেট। গড়ে প্রতি ম্যাচে তিনটি করে উইকেট! তারপর সিরিজের শেষ ম্যাচ, যেটা জেতা অত্যন্ত দরকার ছিল ভারতের, সেই ম্যাচে আরও বেশি ঝলসে উঠলেন অমিত। একাই নিলেন পাঁচ উইকেট। ম্যাচের সেরা তো বটেই। সঙ্গে সিরিজেরও সেরা।

 ওয়ার্ন, গফ, নারিনদেরও টপকে গেলেন অমিত!

ওয়েব ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজটা দুর্দান্ত গেল স্পিনার অমিত মিশ্রার। পাঁচ ম্যাচের সিরিজে তিনি পেলেন ১৫ উইকেট। গড়ে প্রতি ম্যাচে তিনটি করে উইকেট! তারপর সিরিজের শেষ ম্যাচ, যেটা জেতা অত্যন্ত দরকার ছিল ভারতের, সেই ম্যাচে আরও বেশি ঝলসে উঠলেন অমিত। একাই নিলেন পাঁচ উইকেট। ম্যাচের সেরা তো বটেই। সঙ্গে সিরিজেরও সেরা।

আরও পড়ুন দীপাবলির সেরা ১০ বাজির কোনটার সঙ্গে কোন বলিউড অ্যাক্টরের মিল আছে!

এই বিষয়ে অমিত মিশ্রা টপকে গেলেন শেন ওয়ার্ন, ডারেন গফ, সুনীল নারিনদেরও। ভাবছেন কীভাবে? আসলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোনও একদিনের ম্যাচের  সিরিজে বিশ্বের কোনও বোলার ১৫ উইকেট পাননি। গফ, ওয়ার্ন, নারিনরা কেউ ১৩টির বেশি উইকেট পাননি। সেখানে, অমিত পেলেন ১৫টি উইকেট। 

আরও পড়ুন  ইংল্যান্ড সিরিজে দলে ঢোকার জন্য নিজের কাজ করে যাচ্ছেন গম্ভীর

Read More