Home> খেলা
Advertisement

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জয়ের পুরস্কার, বিলাসবহুল গাড়ি পেলেন Siraj-Sundar রা

বর্ণবিদ্বেষ-বাউন্সার-কোয়ারেন্টিনের চোখরাঙানি সামলে কলার উঁচিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন সিরাজ, শুভমানরা। দেশে ফিরেই তার পুরস্কারও পেলেন ছয় ভারতীয় তরুণ।

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জয়ের পুরস্কার, বিলাসবহুল গাড়ি পেলেন Siraj-Sundar রা

নিজস্ব প্রতিবেদন:  স্মিথদের অহংকার গুঁড়িয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের দখলে রাখে রাহানের ভারত। ডনের দেশে কাজটা সহজ ছিল না। বর্ণবিদ্বেষ-বাউন্সার-কোয়ারেন্টিনের চোখরাঙানি সামলে কলার উঁচিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন সিরাজ, শুভমানরা। দেশে ফিরেই তার পুরস্কারও পেলেন ছয় ভারতীয় তরুণ।

অস্ট্রেলিয়ায় তিন টেস্ট খেলে ১৩টি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ব্রিসবেনে দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট নেন তিনি। ওপেনার শুভমান গিল তিন টেস্টে করেছেন ২৫৯ রান। তার মধ্যে গাব্বায় দ্বিতীয় ইনিংসে ৯১ রান করেন তিনি।  ব্রিসবেনে শেষ টেস্টে খেলতে নেমে দুই ইনিংসে সাতটি উইকেট নেন শর্দুল ঠাকুর।  প্রথম ইনিংসে ৬৭ রান করেন প্রয়োজনীয় সময়ে। টেস্ট অভিষেকে গাব্বায় দুই ইনিংসে ৪টি উইকেট নেন। প্রথম ইনিংসে অনবদ্য ৬২ রান করেন তিনি। টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে ৩টি উইকেট নেন টি নটরাজন

আরও পড়ুন- সুন্দর, সিরাজদের পাশে অজি তরুণরা প্রাইমারি স্কুলের ছাত্র : গ্রেগ চ্যাপেল

মহম্মদ সিরাজ, শর্দুল ঠাকুর, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন এবং নভদীপ সাইনি -এই ছয় ক্রিকেটারের পারফরম্যান্সে খুশি হয়েছেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা। নিজের সংস্থার নতুন গাড়ি THAR SUV ওই ছয় ক্রিকেটারকে উপহার হিসেবে দেওয়ার কথা নিজেই টুইট করে জানিয়েছেন Anand Mahindra।  


আরও পড়ুন- কোয়ারেন্টিনেই England বধের ছক কষবে Team India

Read More