Home> খেলা
Advertisement

বিরাট আফশোস অনুষ্কার : বিয়ের পরেও একে অপরের সঙ্গে খুব কম সময়ই কাটাতে পারি

দুজনেই খুব ব্যস্ত। একে অপরের সঙ্গে খুব কম সময়ই কাটাতে পারি আমরা

বিরাট আফশোস অনুষ্কার : বিয়ের পরেও একে অপরের সঙ্গে খুব কম সময়ই কাটাতে পারি

নিজস্ব প্রতিবেদন : জন্মদিনে নিজের নতুন অ্যাপ লঞ্চ করার পরেই বিরাট কোহলির এক মন্তব্য ঘিরে সোশাল সাইটে ঝড় উঠেছে। সেই বিতর্কে অবশ্য পাত্তা না দিয়ে বিয়ের পর ক্রিক-বলি জুটি তাঁদের প্রথম দীপাবলি কাটালেন একান্তে। তবে তার আগে অনুষ্কার গলায় আফশোস ধরা পড়েছে। তিনি বলেন, বিয়ের পরেও একে অপরের সঙ্গে খুব কম সময়ই কাটাতে পারি।

আরও পড়ুন - ক্রিকেট-ভক্তকে ক্ষুব্ধ বিরাটের নির্দেশ, দেশ ছেড়ে চলে যান

বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু বাড়িতে খুব কম সময় কাটাচ্ছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। এক সাক্ষাৎকারে বিরাটপত্নী অনুষ্কা বলেন, "বিয়ের পরেও আমাদের জীবন বিশেষ একটা বদলায়নি। সারা দিন কাজের পিছনে ছুটছি। দুজনেই খুব ব্যস্ত। একে অপরের সঙ্গে খুব কম সময়ই কাটাতে পারি আমরা। আমাদের একটা বাড়ি আছে, কিন্তু সেখানে একসঙ্গে প্রায় থাকাই হয় না।"

 

অনুষ্কার এই আফশোস অবশ্য দীপাবলিতে ছিল না। বিয়ের পর প্রথম দীপাবলি বলে কথা। কোহলির সঙ্গেই আলোর উত্সবে মেতে উঠেছেন তিনি। সেই সঙ্গে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বাড়ি থেকেই ছবি পোস্ট করে টুইট করেছেন বিরুষ্কা।

Read More