Home> খেলা
Advertisement

Virat Kohli’s 300th ODI | Champions Trophy 2025: সেই 'ফ্লাইং ফিলিপ', নিলেন কোহলির অবিশ্বাস্য ক্যাচ! অনুষ্কার প্রতিক্রিয়া ভাইরাল...


Anushka Sharma-Glenn Phillips:  আবারও গ্লেন ফিলিপ, আবারও সেই চেনা ছবি, এবার শিকার বিরাট কোহলি!  

Virat Kohli’s 300th ODI | Champions Trophy 2025: সেই 'ফ্লাইং ফিলিপ', নিলেন কোহলির অবিশ্বাস্য ক্যাচ! অনুষ্কার প্রতিক্রিয়া ভাইরাল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) গ্রুপ 'এ' পেয়েছে প্রথম দুই সেমিফাইনালিস্ট। সবার আগে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত সেমিফাইনালের টিকিট কেটেছে। এরপর মিচেল স্যান্টনারের (Mitchell Santner) নিউ জ়িল্যান্ড এসেছে শেষ চারে। 

রবিবার, আজ দুবাইয়ে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও নিউ জ়িল্যান্ড। এই ম্যাচ যে জিতবে সেই দল গ্রুপ এ-তে পয়েন্ট তালিকার মগডালে চড়েই সেমি খেলবে। দু'দলের কাছেই এই ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও জেতা-হারায় কারোরই নকআউটের রাস্তায় বোল্ডার পড়বে না। 

আরও পড়ুন: কেরালাকে হারিয়ে রঞ্জির মুকুট বিদর্ভের, সাত বছরে এই নিয়ে তিনবার চ্যাম্পিয়ন...

এদিন টস হেরে ভারত প্রথমেই মুখ থুবড়ে পড়ে ব্য়াট করতে নেমে। ৭ ওভারের ভিতর ৩০ রানে চলে যায় টপ অর্ডার। শুভমন গিল (২) ও রোহিত (১৫) ফিরে যাওয়ার পর সকলের চোখ ছিল বিরাট কোহলির দিকে। এদিন তিনি সপ্তম ভারতীয় এবং ১৮ নম্বর ক্রিকেটার হিসেবে ৩০০ নম্বর একদিনের আন্তর্জাতিক ওডিআই খেলছেন। 

কোহলির উপর সকলের বড় রানের আশা থাকলেও, মাইলস্টোন ম্যাচে তিনি ১৪ বলে ১১ রান করে ফেরেন। ম্যাট হেনরির বলে ব্য়াকওয়ার্ড পয়েন্টে কোহলি চালিয়েই খেলেছিলেন। তবে সেখানে মোতায়েন ছিলেন গ্লেন ফিলিপ। 

fallbacks

আরও পড়ুন: গিলকে ফিরিয়ে শুনেছেন 'অ্যারোগেন্ট আবরার', বিরাটবন্দনায় পাকিস্তানি জিতলেন ভারতের মন!

অন্য কেউ ওই জায়গায় ফিল্ডিং করলে কোহলি চারই পেতেন, কিন্তু তিনি যে 'ফ্লাইং ফিলিপ'! উড়ে গিয়ে ক্যাচ নেওয়া যার কাছে জলভাতের মতোই। ফিলিপ উড়ে গিয়ে এক হাতে কোহলির ক্যাচ তালুবন্দি করেন। 

স্টেডিয়ামের ভিআইপি বক্সে ছিলেন কোহলির স্ত্রী ও বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। তিনি ফিলিপের ওই ক্যাচ দেখে থ হয়ে যান। অনুষ্কার কপালে হাত উঠে যায়। সেই ছবিও এখন ভাইরাল। কোহলি যদিও এদিন ইতিহাস লিখেছেন। কোহলি একদিনের ক্রিকেটে ৩০০ তম  ম্যাচ খেলার আগে কম করে ১০০ টেস্ট এবং ১০০ টি-টোয়েন্টিআই খেলেছেন। বিশ্বের বাকি ১৭ ক্রিকেটার কখনই ৩০০ ওডিআই খেলার আগে বা পরে ক্রিকেটের বাকি দুই সংস্করণে ১০০ করে ম্যাচ খেলেননি। 

 Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

চ্যাম্পিয়ন্স ট্রফির বোধনে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নিউ জ়িল্যান্ড। সেই ম্যাচেও ফিলিপ এরকম উড়ে গিয়ে মহম্মদ রিজওয়ানের ক্যাচ নিয়েছিলেন। যা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। নেটপাড়ায় প্রশ্ন উঠেছিল, তিনি আদৌ মানুষ তো। 

আরও পড়ুন: স্রেফ '৮ সেকেন্ড', এবার গোলকিপারদের হাতে শিকল, এই নিদানেই বদল যাচ্ছে ফুটবল...

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভারত ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলেছে। তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতকে কিছুটা অক্সিজেন দিয়েছিলেন শ্রেয়স আইয়ার (৯৮ বলে ৭৯) ও অক্ষর প্যাটেল (৬১ বলে ৪২)। এই দুই ব্য়াটার ফেরার পর কেএল রাহুলও (২৩) আউট হয়ে সাজঘরে ফিরেছেন। ক্রিজে আছেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More