নিজস্ব প্রতিবেদন: বিশ্ব টেস্ট ফাইনাল এবং ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা হতেই আলোচনায় একটিই নাম। তিনি অর্জন নাগওয়াসওয়ালা। স্ট্যান্ড বাই বোলার হিসাবে অভিমন্যু ঈশ্বরণ, প্রসিদ্ধ কৃষ্ণা ও আবেশ খানের সঙ্গে যাচ্ছেন তিনিও। ফারুক ইঞ্জিনিয়ার (Farokh Engineer) যখন শেষবার ভারতীয় দলের হয়ে খেলেছিলেন, তখন অর্জন জন্মানওনি। ১৯৭৫ সালে জীবনের শেষ টেস্ট খেলেছিলেন কিংবদন্তি ইঞ্জিনিয়ার। তিনিই ছিলেন ভারতীয় দলে খেলা শেষ পার্সি ক্রিকেটার। মাঝ খানে পেরিয়ে গিয়েছে ২৮টা বছর। ফের জাতীয় দলে আরেক পার্সি, তিনি অর্জন। গুজরাতের বছর তেইশের বাঁ-হাতি পেসার জাতীয় দলে ডাক পেয়েই ইতিহাসে নিজের নাম লিখিয়ে ফেললেন।
আরও পড়ুন: COVID-19: প্রতিষেধক নিচ্ছেন ক্রিকেটাররা, দ্বিতীয় ডোজ কি ইংল্যান্ডে? উত্তরের খোঁজে BCCI!
২০১৯-২০ রঞ্জি মরসুমে ৮ ম্যাচে ৪১ উইকেট পাওয়া অর্জন ঠিক যেন তাঁর আদর্শ জাহির খানের মতোই। চলতি বছর সৈয়দ মু্স্তাক আলি ট্রফিতে মাত্র ৫ ম্যাচে ৯ উইকেট তুলে নেন অর্জন। অদ্ভুত ভাবে মুম্বই ইন্ডিয়ান্স দলে তিনি নেট বোলারই ছিলেন। সেখানেই দেখা হয় রোহিত শর্মা ও জাহিরের সঙ্গে। দ্য টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অর্জন বলছেন, "মুম্বই ইন্ডিয়ান্সে থাকার সময় রোহিত শর্মা ও আমার আইডল জাহির খানের সঙ্গে কথা বলে রোমাঞ্চিত হয়েছিলাম। কিন্তু কখনও বিরাট কোহলির সঙ্গে দেখা হয়নি। জাতীয় দলে ডাক পেয়ে চমকে গিয়েছি। আমি উচ্ছ্বসিত। ইংল্যান্ডের পরিবেশ আমার মতো বোলারদের জন্য আদর্শ। ওখানে যাওয়ার জন্য মুখিয়ে আছি।" অর্জন বলছেন ২০১১ সালে ভারতীয় দলের হাতে বিশ্বকাপের ট্রফি দেখার পরেই তিনি স্থির করে নেন যে, ক্রিকেটটাই খেলবেন। জানিয়েছেন সুযোগ পেলে সেরাটা উজার করে দেবেন।