জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কখনও ফাইন লেগের ওপর দিয়ে 'নটরাজ সুইপ', তো কখনও ওয়াইড লং অন দিয়ে 'হেলিকপ্টার হুইপ'! প্রয়োজনে এক্সট্রা কভারের ওপর দিয়ে ড্রাইভ থেকে ব়্যাম্প ওভার উইকেটকিপার। আবার স্কোয়ারের ওপর দিয়ে কাট। বিগত এক বছরেরও বেশি সময় ধরে, একজন ব্যাটারই এসব অনায়াস দক্ষতায় এবং অবলীলায় করে চলেছেন। তাঁর আর কোনও ভূমিকার প্রয়োজন নেই। তিনি 'ওয়ান অ্যান্ড অনলি' সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) প্রকৃত অর্থেই 'মিস্টার ৩৬০'। বিশ্বের কোনও বোলারই বুঝে উঠতে পারছেন না যে, বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটারের দুর্বলতা ঠিক কোথায়! কোন বলে তাঁকে বেগে আনা সম্ভব! গতি শনিবার রাজকোট দেখেছে ফের সূর্যর ভয়ংকর ব্যাটিং। কেরিয়ারের তৃতীয় আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরি করে ফেললেন সূর্য।
ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ ছিল ডু-অর-ডাই। যে জিতবে, সেই জিতবে সিরিজ। মরণ-বাঁচন ম্যাচেই সূর্য আবারও দেখিয়ে দিলেন তিনি ঠিক কী করতে পারেন! ৫১ বলে ১১২ রানের অপরাজিত ইনিংস খেললেন সূর্য। এক ঘণ্টা সাত মিনিটের সূর্যর টর্নেডো ইনিংস ছিল ৭টি চার ও ৯টি ছয়ে সাজানো। ২১৯.৬০-র স্ট্রাইক রেটে ব্যাট করলেন তিনি। সূর্যর ব্যাটে ভর করেই ভারত প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২২৮ রান তুলেছিল। জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র ১৩৭ রানে। ভারত ৯১ রানে ম্যাচ জিতে সিরিজ ২-১ নিজেদের নামে করে। সূর্যর ব্য়াটিং দেখে থ কোচ রাহুল দ্রাবিড়ও। ম্যাচের পর বিসিসিআই টিভির জন্য দু'জনে এক ফ্রেমে হাজির হয়ে ক্রিকেট গল্পে মেতেছিলেন।
আরও পড়ুন: IND vs SL: সূর্যের সেঞ্চুরির উত্তাপে পুড়ল শ্রীলঙ্কা, নতুন বছরে 'হার্দিক' ভারতের সিরিজ জয়
যাঁরা দ্রাবিড়ের খেলা দেখেছেন তাঁরা জানেন যে, একেবার ধ্রুপদী ঘরানার ক্রিকেটেই তিনি বিশ্বাস রাখতেন। কপিবুক ক্রিকেটের বাইরে তিনি কখনও ভাবেননি। সর্বকালের অন্যতম সেরা টেস্ট ব্য়াটারদেরই একজন 'দ্য ওয়াল'। সেই দ্রাবিড়ই এখন ভারতের কোচ হয়েছেন। সূর্য একেবারে দ্রাবিড়ের বিপরীত ধর্মী ক্রিকেট খেলেন। ম্যাচের পর দ্রাবিড় দর্শকদের উদ্দেশ্যে সূর্যর পাশে দাঁড়িয়ে বলেন, 'আমার সঙ্গে এমন একজন রয়েছে, আমি নিশ্চিত যে, ছোটবেলার আমার ব্যাটিং দেখেনি। সূর্য আবিশ্বাস্য ফর্মে খেলছে। যতবারই ওর ব্যাটিং দেখি, ততবারই মনে হয়, এর চেয়ে ভালো টি-২০ ইনিংস দেখিনি। প্রতিবারই ও আরও ভালো কিছু করে দেখায়।' কোচের কথা শুনে সূর্য হাসতে হাসতে গড়িয়ে পড়েন। সূর্য বলেন, 'না আমি আপনার ব্যাটিং দেখেছি'! দ্রাবিড় সূর্যর হাসি শেষ হওয়ার আগেই বলেন,'আমি আশা করি তুমি দেখোনি, আমি নিশ্চিত তুমি দেখোনি।' এরপর ব্যাটার ও কোচের কথোপকথন চলতে থাকে।