Home> খেলা
Advertisement

MI vs KKR | IPL 2025: আরব সাগরের তীরে ধেয়ে এল অশ্বিনী ঝড়! খড়কুটোর মতো উড়ে গেল কেকেআর...

MI vs KKR IPL 2025: টানা দুই ম্যাচ হেরে দুরন্ত জয়ে প্রথম পয়েন্ট তুলল মুম্বই ইন্ডিয়ান্স

MI vs KKR | IPL 2025: আরব সাগরের তীরে ধেয়ে এল অশ্বিনী ঝড়! খড়কুটোর মতো উড়ে গেল কেকেআর...

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরব সাগরের তীরে সোম সন্ধ্যায়, ওয়াংখেড়ে স্টেডিয়ামে, কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে, চলতি আইপিএলের প্রথম জয়ের লক্ষ্যে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স (MI)। পরপর দুই ম্যাচ হারা মুম্বই ফিরল রাজার মতো। কেকেআরকে আট উইকেটে হারিয়ে মরসুমের প্রথম জয় পেলেন হার্দিক পাণ্ডিয়ারা। অজিঙ্কা রাহানেরা টস হেরে প্রথমে ব্যাট করলেন। হার্দিকের বিরুদ্ধে ব্যাট করে মাত্র ১৬.২ ওভারে ১১৬ রান করে গুটিয়ে গেল কেকেআর! আর মুম্বই সেই রান ১৩ ওভারের ভিতর তাড়া করে জিতে গেল! আর এদিন সব আলো একাই কেড়ে নিলেন অশ্বিনী কুমার (Ashwani Kumar)

আরও পড়ুন: Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

 

২৩ বছরের পঞ্জাবি পেসার অশ্বিনী এদিন ইতিহাস লিখলেন ওয়াংখেড়েতে। প্রথম ভারতীয় বোলার হিসেবে আইপিএল অভিষেকে তুলে নিলেন ৪ উইকেট। অজিঙ্কা রাহানে, আন্দ্র রাসেল, রিঙ্কু সিং ও মণীশ পাণ্ডের মতো ব্যাটাররা তাঁর শিকার হলেন। অশ্বিনী ছাড়া দুই উইকেট নিলেন দীপক চাহার। এছাড়াও এক উইকেট করে পেলেন ট্রেন্ট বোল্ট, হার্দিক, ভিগনেশ পুথুর ও মিচেল স্যান্টনার। ব্যাট করতে নেমে কেকেআর ৭ ওভারের ভিতর ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল! এখানেই কার্যত ম্যাচের পরিণতি লেখা হয়ে গিয়েছিল। দলের টপ অর্ডার কুইন্টন ডি কক (১), সুনীল নারিন (০), অজিঙ্কা রাহানে (১১) এলেন আর গেলেন! 

মিডল অর্ডারও যেন আগের ব্যাটারদেরই পথ অনুসরণ করলেন। চারে নেমে অঙ্গকৃষ রঘুবংশী কিছুক্ষণ ক্রিজে থাকলেন। ১৬ বলে ২৬ করলেন তিনি। বিগত দুই মরসুমে মুম্বইয়ের বিরুদ্ধে জ্বলে ওঠা ভেঙ্কটেশ আইয়ার এদিন তিন রান করে ফিরলেন। এরপর রিঙ্কু সিং (১৭), মণীশ (১৯), আন্দ্রে রাসেল (৫) ও রমনদীপ সিং (২২) মিলে কিছু রান জুড়লেন। ১১৬ রান করে জেতা যে যায় না, সেকথা সকলেরই জানা। আর সেটাই ঘটল। মুম্বই দুই উইকেট হারিয়ে এই রান তুলে দিল। রোহিত শর্মা ও রায়ান রিকলটন ওপেন করতে নেমেছিলেন। রোহিত ১২ বলে ১৩ রান করে ফিরে গেলেও শেষ পর্যন্ত থেকে যান রিকলটন। তিনি ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলেছিলেন। তিনে নেমে উইল জ্যাকস ১৭ বলে ১৬ রান করেছিলেন। চারে নেমে সূর্যকুমার যাদব ৯ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন। 

আরও পড়ুন: কলা খেয়ে চাপ কাটিয়েছেন গ্রামের ছেলে, আইপিএল অভিষেকে ইতিহাস লেখা অশ্বিনী কে?

আরও পড়ুন: সার্চ হিস্ট্রিতে চরম 'নোংরামি', এবার ভরা মাঠে প্রকাশ্যেই অভব্যতা! অসমের আইপিএল তারকা...

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More