Home> খেলা
Advertisement

WATCH | IPL 2025: সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়নের সঙ্গে এবার চৌষট্টি খোপে মুখোমুখি কিংবদন্তি স্পিনার!

Ashwin Plays Chess With Gukesh: চৌষট্টি খোপে মুখোমুখি হলেন আর অশ্বিন ও ডি গুকেশ! তারপর?  

WATCH | IPL 2025: সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়নের সঙ্গে এবার চৌষট্টি খোপে মুখোমুখি কিংবদন্তি স্পিনার!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম তৈরি আইপিএল (IPL 2025) মহাযজ্ঞের জন্য। আর তার মাঝেই চেন্নাই সুপার কিংসের (CSK) ঘরের মাঠে একদান দাবা খেলে নিলেন দুই নক্ষত্র ক্রীড়াবিদ। একজন সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন- দোম্মারাজু গুকেশ (Gukesh Dommaraju), অপরজন কিংবদন্তি স্পিনার আর অশ্বিন (R Ashwin), যিনি ৯ বছর পর ফের চেন্নাইয়ে ফিরলেন।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

গুকেশকে দেখেই তাঁকে জড়িয়ে ধরেন এবং 'গুকেশ' লেখা বিশেষ সিএসকে জার্সি উপহার দেন। এরপর দু'জনে দাবা খেলেন, অশ্বিন দাবার বোর্ডে স্বাক্ষর করেন। কিংবদন্তি ভারতীয় অফ-স্পিনারের সঙ্গে গুকেশের আড্ডা জমে ওঠে। তবে কে জিতেছেন চৌষট্টি খোপের লড়াইয়ে, তা খোলসা করেনি সিএসকে। 
সিএসকে-র অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো আপলোড করা হয়েছে। 

গতবছর ডিসেম্বরে মাত্র ১৮ বছর বয়সে দাবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস লিখেছেন গুকেশ। চেন্নাইয়ের দাবাড়ু চিনের চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে নজির গড়েছেন। ১৪ নম্বর ম্যাচে গুকেশ জিততেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যান। এই ঐতিহাসিক জয়ের ফলে গুকেশ হয়েছেন ক্লাসিক্যাল চেসের সবচেয়ে কম বয়সি বিশ্ব চ্যাম্পিয়ন। ২০১২ সালে বিশ্বনাথন আনন্দের রাজত্ব শেষ হওয়ার পর তিনি এই সম্মানজনক খেতাব জিতে নেওয়া প্রথম ভারতীয়। তাঁর অসাধারণ যাত্রা জাতীয় গর্বকে পুনর্জীবিত করেছে এবং অসংখ্য আশাবাদী খেলোয়াড়কে অনুপ্রাণিত করেছে।

ইতিমধ্যে অশ্বিন আইপিএলে ২১২টি ম্যাচে ৭.১২ ইকোনমি রেটে ১৮০টি উইকেট নিয়েছেন। সিএসকে ছাড়াও, তিনি রাইজিং পুনে সুপারজায়ান্টস (বিলুপ্ত), পঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসে প্রতিনিধিত্ব করেছেন। আগামী ২৩ মার্চ চিপকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সিএসকে-র প্রথম ম্যাচ। দেখা যাক এই আইপিএলে অশ্বিন তাঁর বর্ণাঢ্য ক্রিকেট কেরিয়াকে কিছু যোগ করতে পারে কিনা!

আরও পড়ুন: বোর্ডের মাস্টারস্ট্রোক; তাজা রক্তেই ফুটবে আইপিএল, মাঠে ৭ নতুন ভারতীয় আম্পায়ার

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতকে ৫৮ কোটি! ঋষভরা এক ম্যাচ না খেলেও বোর্ডের ধনবর্ষায়!

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More