Home> খেলা
Advertisement

পয়েন্ট নষ্ট করে সেমির রাস্তা এখনও কঠিন কলকাতার

পয়েন্ট নষ্ট করে সেমির রাস্তা এখনও কঠিন কলকাতার

 

ওয়েব ডেস্ক: অ্যাওয়ে ম্যাচে ফের পয়েন্ট নষ্ট অ্যাটলেটিকো দি কলকাতার। পুণের পর অ্যাওয়ে ম্যাচে দিল্লির কাছেও আটকে গেল হাবাসের দল। জহরলাল নেহরু স্টেডিয়ামে দুই দলের ম্যাচ শেষ হয় গোলশূন্যভাবে। সবাইকে অবাক করে প্রথম একাদশে দলের মার্কি ফুটবলার লুই গার্সিয়াকে দলে রাখেননি অ্যাটলেটিকো কোচ। গোটা ম্যাচে দুদলই গোলের অসংখ্য সুযোগ তৈরি করেও গোলমুখ খুলতে পারেনি।

খেলার একেবারে শেষ দিকে ফিকরুর পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি। মঙ্গলবার ড্র করায় ১২ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানেই থাকল কলকাতা। এখনও শেষ চারে যাওয়া নিশ্চিত হল না সৌরভের দলের। কালিপুজোর দিন গোয়াকে হারাবার পর অ্যাওয়ে ম্যাচে আর জয় নেই অ্যাটলেটিকোর। গোটা ম্যাচে গার্সিয়ার না খেলা নিয়ে প্রশ্ন থাকছেই।

Read More