Home> খেলা
Advertisement

ATK Mohun Bagan: জেনে নিন এএফসি কাপে এটিকে মোহনবাগানের পরের ম্যাচগুলি কবে

গ্রুপ ডি-তে এটিকে মোহমবাগানের প্রতিপক্ষ বাংলাদেশের বসুন্ধরা কিংস, মলদ্বীপের মাজিয়া এফসি এবং ভারতের গোকুলাম কেরল।

 ATK Mohun Bagan: জেনে নিন এএফসি কাপে এটিকে মোহনবাগানের পরের ম্যাচগুলি কবে

নিজস্ব প্রতিবেদন: গত ১৯ এপ্রিল ডেভিড উইলিয়ামসের (David Williams) হ্যাটট্রিকে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ৩-১ হারিয়ে দিয়েছিল পদ্মাপারের ক্লাব আবাহনী ঢাকাকে (Abahani Dhaka)। সল্টলেক স্টেডিয়ামে এই জয়ের সুবাদেই এএফসি কাপের (AFC Cup fixtures) মূলপর্বে পৌঁছে যায় সবুজ-মেরুন জার্সিধারীরা। গ্রুপ ডি-তে এটিকে মোহমবাগানের প্রতিপক্ষ বাংলাদেশের বসুন্ধরা কিংস, মলদ্বীপের মাজিয়া এফসি এবং ভারতের গোকুলাম কেরল। এই তিন দলের বিরুদ্ধেই এটিকে মোহনবাগান যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি-র পরের ম্যাচগুলি খেলবে। শনিবার সূচি ঘোষণা করে দিল গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাব।

এটিকে মোহনবাগানের এএফসি সূচি: 
এটিকে মোহনবাগান বনাম গোকুলাম কেরল: ১৮ মে, বিকাল ৪.৩০ মিনিট
এটিকে মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস: ২১ মে, বিকাল ৪.৩০ মিনিট
এটিকে মোহনবাগান বনাম মাজিয়া এফসি: ২৪ মে, রাত ৮.৩০ মিনিট

আরও পড়ুন: Elon Musk এরপর কী কিনবেন? পরামর্শ দিলেন Shubman Gill! অভিযোগ নিয়েই আর্জি ক্রিকেটারের

আরও পড়ুন: Rohit Sharma: 'রোহিত একেবারে ভেঙে পড়েছে, ওর সঙ্গে কথা বলে বুঝলাম', বলছেন বিশপ!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More