নিজস্ব প্রতিবেদন: আমিরশাহিতে আইপিএলের ক্রিকেট উত্সব শেষ হওয়ার ১০ দিন পরেই ভারতের মাটিতে শুরু হচ্ছে ফুটবলের মহাযজ্ঞ। আইএসএল সিজন সেভেন। ২০ নভেম্বর থেকে এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইএসএল। ১১ জানুয়ারি পর্যন্ত আইএসএলের প্রথম সাত সপ্তাহের সূচি প্রকাশ করেছে এফএসডিএল।
Dear #Mariners, the excitement levels have hit the roof!
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) October 30, 2020
Here is our first set of fixtures for the @IndSuperLeague season, including a mouthwatering encounter which is in store for us on 27th November, 2020! TKMohunBagan #JoyMohunBagan #IndianFootball pic.twitter.com/42o8prDxa7
এক নজরে দেখে নেওয়া যাক এটিকে মোহনবাগানের ম্যাচ কবে, কার বিরুদ্ধে-
২০ নভেম্বর প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স (সন্ধে ৭:৩০)
২৭ নভেম্বর প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গল (সন্ধে ৭:৩০)
৩ ডিসেম্বর প্রতিপক্ষ ওডিশা এফসি (সন্ধে ৭:৩০)
৭ ডিসেম্বর প্রতিপক্ষ জামশেদপুর এফসি (সন্ধে ৭:৩০)
১১ ডিসেম্বর প্রতিপক্ষ হায়দারাবাদ এফসি (সন্ধে ৭:৩০)
১৬ ডিসেম্বর প্রতিপক্ষ এফসি গোয়া (সন্ধে ৭:৩০)
২১ ডিসেম্বর প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি (সন্ধে ৭:৩০)
২৯ ডিসেম্বর প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি (সন্ধে ৭:৩০)
৩ জানুয়ারি প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড (সন্ধে ৭:৩০)
১১ জানুয়ারি প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি (সন্ধে ৭:৩০)
আইএসএলের সূচি ঘোষণার পর এটিকে মোহনবাগানের কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস জানান , "শুধু ইস্টবেঙ্গল নয়, প্রতিযোগিতার দশটি দলের সঙ্গেই খেলতে হবে আমাদের। আমরা সেভাবেই নিজেদের তৈরি করছি। তাই সূচি যাই হোক, তা নিয়ে কোনও সমস্যা নেই।"
পাশাপাশি ডার্বি সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া " ইস্টবেঙ্গলকে অন্য দলের মতোই সমান গুরুত্ব দিচ্ছে। কিন্তু তার সঙ্গে সবুজ-মেরুন জার্সির সমর্থকদের একটা আবেগ জড়িয়ে আছে। এতদিন কলকাতায় কোচিং করানোর সুবাদে ওই ম্যাচের গুরুত্ব আমার জানা। আমাদের লক্ষ্য হবে অন্য ম্যাচের মতো দুটো ডার্বিই জেতা এবং ৬ পয়েন্ট পাওয়া।"
আরও পড়ুন - ISL 2020-21: ডার্বি দিয়েই সুপার লিগে অভিষেক ইস্টবেঙ্গলের, উদ্বোধনী ম্যাচে নামছে এটিকে মোহনবাগান