Home> খেলা
Advertisement

ইএসএলে ইয়ান হিউমের সঙ্গী খুঁজছে কলকাতা

এবারের আইএসএলে ইয়ান হিউম আর স্টিফেন পিয়ারসন কম্বিনেশনকে ফিরিয়ে আনতে চলেছে অ্যাটলেটিকো দি কলকাতা। প্রথম আইএসএলে কেরালা জার্সিতে ঝড় তুলেছিল এই কম্বিনেশন। 

ইএসএলে ইয়ান হিউমের সঙ্গী খুঁজছে কলকাতা

ব্যুরো: এবারের আইএসএলে ইয়ান হিউম আর স্টিফেন পিয়ারসন কম্বিনেশনকে ফিরিয়ে আনতে চলেছে অ্যাটলেটিকো দি কলকাতা। প্রথম আইএসএলে কেরালা জার্সিতে ঝড় তুলেছিল এই কম্বিনেশন। 

fallbacks

লাওসকে হাফ ডজন গোল ভারতের

ইতিমধ্যেই কেরালা থেকে হিউমকে তুলে নিয়েছে এটিকে। এবার তাদের টার্গেট স্কটিশ লিগে খেলা পিয়ারসন। প্রথম আইএসএলে কেরালার জার্সিতে সব ম্যাচ খেলেছিলেন স্কটিশ মিডফিল্ডার। বর্তমানে স্কটিশ প্রিমিয়ার লিগে খেলেন তেত্রিশ বছর বয়সী এই মিডফিল্ডার। এটিকে সূত্রের খবর পিয়ারসনের সঙ্গে কথা অনেকদূর এগিয়েছে। তবে চুক্তিতে এখনও সই করেননি পিয়ারসন। চলতি মাসের শেষে কলকাতায় আসবেন নতুন এটিকে কোচ। তাঁর সঙ্গে দল নিয়ে আলোচনা করার পাশাপাশি আগামী মরসুমের পরিকল্পনাও চূড়ান্ত করা হবে।

Read More