Home> খেলা
Advertisement

ISL 2022-23, FCG v ATKMB: পুরানো দলের বিরুদ্ধে হার ফেরোন্দোর! গোয়ায় ৩ গোল খেল স্প্যানিশ কোচের শিষ্যরা

আইএলএলের অ্য়াওয়ে  ম্য়াচে ছন্দপতন। ঘরের মাঠে এটিকে মোহনবাগানকে কার্যত দাঁড়াতেই দিল এফসি গোয়া।

ISL 2022-23, FCG v ATKMB:  পুরানো দলের বিরুদ্ধে হার ফেরোন্দোর! গোয়ায় ৩ গোল খেল স্প্যানিশ কোচের শিষ্যরা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএলএসের অ্যাওয়ে ম্যাচে হার। গোয়ায় ৩ গোল হজম করতে হল এটিকে মোহনবাগানকে! ঘরের মাঠে ফেরোন্দোর ছেলেদের কার্যত দাঁড়াতেই দিল না এফসি গোয়া। সবকটি গোলই হল ম্যাচের দ্বিতীয়ার্ধে।

এদিন ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ম্যাচে তখন পঞ্চাশ মিনিট। দ্বিতীয়ার্ধে বাঁ দিক থেকে অনেকটা দৌড়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন গোয়ার এফসি-র ফুটবলার ডোহলিং। তারপর জোরালো শটে গোল। গোল খাওয়ার পর আর চেনা ছন্দে ফিরতে পারেননি সবুজ-মেরুন দলের ফুটবলার। বরং ডিফেন্ডারের ব্যর্থতায় দাপট বজায় রাখে গোয়াই। ৭৬ মিনিটে কর্নার থেকে কার্যত বিনা বাধায় দ্বিতীয় গোলটি করেন ফারেস। ম্যাচের শেষের দিকে ৮২ মিনিটে ব্যবধান আরও বাড়ান নোয়া। দূরপাল্লা শটে দর্শনীয় গোল করেন তিনি।

 

এফসি গোয়া থেকেই মোহনবাগানে এসেছেন জুয়ান ফেরান্দো। প্রতিপক্ষ গোয়ার শক্তি সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন তিনি। প্রস্তুতিও নিয়েছিলে সেভাবেই। কিন্তু শেষপর্যন্ত কাজে এল না কিছুই! এদিন পুরানো দলেই কাছেই হার মানতে হল ফেরোন্দোকে। লিগ টেবিলে ৬ নম্বরেই রয়ে গেল তাঁর দলও। অথচ গোয়াকে হারিয়ে এটিকে মোহনবাগানের কাছে লিগ তালিকায় উপরের দিকে উঠে আসার সুযোগ ছিল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More