ওয়েব ডেস্ক: জোড়া সেঞ্চুরির চাপ ছিলই। শেষবেলায় যোগ হল টেলেন্ডারের হাফ সেঞ্চুরি। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পারথে ওয়াকা টেস্টে রীতিমত চাপে অস্ট্রেলিয়া। ম্যাচ জিততে হলে চতুর্থ ইনিংসে অসিদের করতে হবে রেকর্ড ৫৩৯ রান।
আরও পড়ুন- ভারতে এবার ইংল্যান্ড ক্রিকেট দল যেটা করবে, সেটা ব্যতিক্রমী ঘটনা!
ডিন এলগার(১২৭), ডুমিনি (১৪১)-র সেঞ্চুরির পর এদিন হাফসেঞ্চুরি করলেন কুইন্টন ডি কক (৬৪) ভেরনন ফিলেন্ডার (৭৩)। ফিলেন্ডারের আউটের পরই ৫৪০/৮ রানে ইনিংস ডিক্লেয়ার করে দক্ষিণ আফ্রিকা।
ম্যাচ বাঁচাতে এখনও দেড় দিন ব্যাট করতে হবে অসিদের। একটাই ছোট আশার আলো ডেল স্টেইনকে সামলাতে হবে না। কমেন্ট্রি বক্সে শেন ওয়ার্ন পর্যন্ত বলে দিলেন, স্মিথদের কাছে এই টেস্ট বাঁচানো বেশ কঠিন।