Home> খেলা
Advertisement

ব্যাটিং বিপর্যয়ে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া

ব্যাটিং বিপর্যয়ে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া

ব্যুরো: গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে আট উইকেটে হেরে গেল ভারত। এদিন প্রথমে ব্যাট করতে নেমে কখনই অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে স্বাচ্ছন্দে খেলতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে একশো আঠেরো রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে সর্বোচ্চ সাতাশ রান করে কেদার যাধব। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারের উইকেট হারায় অস্ট্রেলিয়া। কিন্তু হেনরিক্স এবং হেডের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন অসিরা। এই ম্যাচ জয়ের পর সিরিজে সমতা ফেরালো অস্ট্রেলিয়া। 

আরও পড়ুন- ক্রিকেটারদের জন্য 'স্পেশাল পে'-র ব্যবস্থা, বিরাট প্রস্তাবে সায় বিসিসিআইয়ের

 

Read More